Tuesday 04 March, 2025

সংবিধান পুনর্লিখন ভুল ধারণা: ড. কামাল হোসেন

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: 22:32, 28 February 2025

সংবিধান পুনর্লিখন ভুল ধারণা: ড. কামাল হোসেন

সংবিধান পুনর্লিখন ভুল ধারণা: ড. কামাল হোসেন

সংবিধানের পুনর্লিখনকে ‘ভুল ধারণা’ বলে উল্লেখ করেছেন সংবিধান প্রণয়ন কমিটির সভাপতি ড. কামাল হোসেন। তবে তিনি স্বীকার করেছেন যে সংবিধান সংস্কারের প্রয়োজন রয়েছে এবং তা যথাযথ আলোচনার মাধ্যমে করা যেতে পারে।

বৃহস্পতিবার সন্ধ্যায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে আয়োজিত ‘৭২-এর সংবিধান ও প্রস্তাবিত সংস্কার’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতি এ সভার আয়োজন করে।

ড. কামাল হোসেন বলেন, “এতদিন ধরে দেশ সংবিধানের ভিত্তিতে পরিচালিত হয়েছে, জনগণ এটি মেনে নিয়েছে। এখন হঠাৎ করে পুরো সংবিধান বাতিল করে নতুন সংবিধান প্রণয়ন কোনোভাবেই যৌক্তিক বা গ্রহণযোগ্য নয়।”

তিনি আরও বলেন, “সংবিধান সংস্কারের প্রয়োজন থাকলে তা করা যেতে পারে, তবে সেটি ব্যাপক আলোচনা ও জাতীয় ঐকমত্যের ভিত্তিতে হওয়া উচিত। নতুন সংবিধান তৈরি করা মানে পুরনোটি ধ্বংস করা, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

তিনি আরও বলেন, সংবিধান জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হওয়া উচিত এবং তা যেন কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে ব্যবহার করা না হয়, তা নিশ্চিত করা জরুরি। সংবিধান সংশোধনের কোনো উদ্যোগ সংকীর্ণ স্বার্থে নেওয়া হলে তা দেশের জন্য মঙ্গলজনক হবে না।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক, সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য অধ্যাপক আবু সাইয়িদ, মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম, সাংবাদিক সোহরাব হাসান এবং গণতান্ত্রিক আইনজীবী সমিতির নেতৃবৃন্দ।

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক বলেন, সংবিধানের বড় ধরনের পরিবর্তন না করে ধাপে ধাপে প্রয়োজনীয় সংস্কার করা উচিত। অধ্যাপক আবু সাইয়িদ সংবিধান সংস্কার কমিটির জমা দেওয়া প্রতিবেদনের সমালোচনা করে বলেন, ধর্মনিরপেক্ষতা বাদ দেওয়ার প্রস্তাব ধর্মীয় উগ্রবাদকে উসকে দিতে পারে, যা দেশের জন্য ক্ষতিকর হতে পারে। সভায় বক্তারা সংবিধান সংশোধনের প্রয়োজনীয়তা থাকলেও তা যেন জাতীয় ঐকমত্যের ভিত্তিতে হয়, সে বিষয়ে গুরুত্ব দেন।