Sunday 27 April, 2025

শিগগিরই নতুন দল নিয়ে রাজনীতিতে আসছেন ইলিয়াস কাঞ্চন

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: 20:51, 23 April 2025

শিগগিরই নতুন দল নিয়ে রাজনীতিতে আসছেন ইলিয়াস কাঞ্চন

শিগগিরই নতুন দল নিয়ে রাজনীতিতে আসছেন ইলিয়াস কাঞ্চন

দেশের সড়ক নিরাপত্তা নিয়ে জনমত গঠনের পাশাপাশি সামাজিক বিভিন্ন অবক্ষয় নিয়েও কথা বলতে দেখা গেছে ইলিয়াস কাঞ্চনকে। অবশেষে রাজনীতিতে নামছেন জনপ্রিয় এই চিত্রনায়ক, ঘোষণা দিতে যাচ্ছেন নতুন রাজনৈতিক দলের। এমনটা নিশ্চিত করেছেন তিনি নিজেই।

ইলিয়াস কাঞ্চন জানিয়েছেন, তার নেতৃত্বে ‘জনতার পার্টি বাংলাদেশ’ নামে রাজনৈতিক দল আনা হচ্ছে।

আগামী ২৫ এপ্রিল রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হবে দলটির। সেখানে ইলিয়াস কাঞ্চন তার নতুন দলের নাম ঘোষণা করবেন।

অভিনয়ের পাশাপাশি দীর্ঘদিন ধরে দেশের সড়ক নিরাপত্তা নিয়ে জনমত গঠনে কাজ করে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন। গড়ে তুলেছেন ‘নিরাপদ সড়ক চাই (নিসচা)’ আন্দোলন।