Thursday 16 January, 2025

ফারুক-ফাহিমের ঘটনায় লজ্জিত খালেদ মাহমুদ

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: 22:41, 6 January 2025

ফারুক-ফাহিমের ঘটনায় লজ্জিত খালেদ মাহমুদ

ফারুক-ফাহিমের ঘটনায় লজ্জিত খালেদ মাহমুদ

এবারের বিপিএলের শুরু থেকেই চার-ছক্কার ধুম লাগলেও আলোচনায় অবশ্য মাঠের বাইরের ঘটনা। বিসিবির কর্মকাণ্ড নিয়েই বরং বেশি সরগরম। সর্বশেষ যে ঘটনা নিয়ে মাঠের বাইরের মাঠ গরম তা হচ্ছে, বিসিবি সভাপতি ফারুক আহমেদ ও পরিচালক নাজমুল আবেদীন ফাহিমের দ্বন্দ্ব। রাজনৈতিক পটপরিবর্তনের পরে কাঁধে কাঁধ মিলিয়ে বিসিবিকে এগিয়ে নেওয়ার অঙ্গীকার করেছিলেন ফারুক-ফাহিম।

কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তাদের একসঙ্গে পথচলার পথটা বেঁকে যেতে বসেছে। টুর্নামেন্টের শুরুর দিকে বিসিবি সভাপতি তার সঙ্গে দুর্ব্যবহার করেছে বলে অভিযোগ করেন ফাহিম। গতকাল অবশ্য সেই ভুল-বোঝাবুঝির মিটমাট হয়েছে বলে জানান সভাপতি ফারুক। তবু সেই ঘটনার রেশ এখনো শেষ হয়নি।

ফারুক-ফাহিমের বিষয়টি নিয়ে আজ কথা বলেছেন খালেদ মাহমুদ সুজন। বিসিবির পরিচালক ফাহিমের মধ্যে লোভ-লালসার ইঙ্গিত পাচ্ছেন বলে জানান তিনি। সঙ্গে এমন ঘটনায় লজ্জিত হয়েছে বলেও জানান তিনি। সিলেটে সংবাদমাধ্যমকে ঢাকা ক্যাপিটালসের কোচ বলেছেন, ‘আবার কালকের একটা ঘটনা দেখলাম ফারুক ভাই-ফাহিম ভাইয়ের দ্বন্দ্ব যে দুজনই সাবেক ক্রিকেটার তাদের কেন ইগোর প্রবলেম হবে।

তারা তো ক্রিকেটের উন্নয়নের জন্যই আসছেন। তারা যখন আসছেন তখন তো অনেক কমিটমেন্ট আমি দেখছিলাম। বিশেষ করে ফাহিম ভাই তো বলছিলেন, উনি অনেক সুদূরপ্রসারী পরিকল্পনা করছেন, দেখছেন। চিন্তা করছেন। তো সেগুলো আমি এখন দেখতেছি না।

এখন দেখতেছি লোভ-লালসার মতো হয়ে যাচ্ছে যে আমি অপারেশনস না পাইলে আমি কাজ করব না, পদত্যাগ করব। এটা তো লোভ-লালসা।’
কাজ করতে হলে কেন ক্রিকেট অপারেশন্স লাগবে সে নিয়ে প্রশ্ন তুলেছেন খালেদ মাহমুদ। বাংলাদেশের সাবেক অধিনায়ক আকরাম খানের তুলনা টেনে তিনি বলেছেন, ‘আমার মনে হয় কেন এই লোভ-লালসা তাদের মধ্যে আসে। আমার ক্রিকেট অপারেশনস নিতে হবে কেন? আমি যদি অন্য কমিটির চেয়ারম্যান হই, সেখানে সার্ভ করতে পারব না কেন?...আমার কেন থাকতেই হবে যে না আমি…পাব। উনি কি ক্রিকেট অপারেশনসের মাস্টার? উনার আগে তো আকরাম ভাই ক্রিকেট অপারেশনসের মাস্টার। উনি চাইতে পারেন। কারণ আকরাম ভাই বাংলাদেশের ফরমার ক্যাপ্টেন এবং অপয়ারেশনসের চেয়ারম্যান ছিলেন। তাহলে উনি কেন বলতেছেন অপারেশনস ছাড়া হবেই না।’

ফারুক-ফাহিমের দ্বন্দ্বের কারণ ইগো বলে মনে করেন খালেদ মাহমুদ। সঙ্গে দুজনের এমন ঘটনায় লজ্জিত জানিয়ে তিনি বলেছেন, ‘এটা তো ইগোর ব্যাপার হয়ে যাচ্ছে। ফারুক ভাই-ফাহিম ভাই, আমার মনে হয় ইগোর প্রবলেম। সত্যি কথা বলতেছি, এটা কী হচ্ছে আই ডোন্ট নো। এতগুলো অল্প ডিরেক্টর দিয়ে ফারুক ভাইয়ের জন্য বোর্ড চালানো কষ্ট হয়ে যাচ্ছে। সেটা কেন ফারুক ভাই নতুন ডিরেক্টরদের নিচ্ছেন না, যাদেরকে উনারা নিতে চান, তাদের নিয়ে নিলেই পারেন।’

খালেদ মাহমুদ আরো বলেছেন, ‘যখন তাদের এই মনোভাব দেখি তখন খারাপ লাগে। দুজন সিনিয়র মানুষ আমরা যাদের অনেক রেসপেক্ট করি, ফারুক ভাই ও ফাহিম ভাই- বোথ আমাদের রেসপেক্টেড মানুষ এবং ক্রিকেটার। তাদেরকে যখন এমন দেখি ক্রিকেটার হিসেবে লজ্জিত হই আসলে আমরা কি ক্রিকেটাররা এত বেশি লোভী নাকি? ওয়ার্কিং কমিটি হয় নাই- এটা তাদের ব্যর্থতা।’