
প্রথমবার ডাক পেলেন তানজিম, নেই তাসকিন
জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চোটে থাকায় জিম্বাবুয়ের বিপক্ষে পুরো সিরিজের দলে রাখা হয়নি পেসার তাসকিন আহমেদকে। অবশ্য বাংলাদেশের হয়ে শেষ টেস্ট সিরিজেও ছিলেন না এই পেসার। বিসিবির সিনিয়র চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, ‘তাসকিন বর্তমানে তার বাম অ্যাকিলিস টেন্ডনের সমস্যার জন্য পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে রয়েছেন এবং এই সিরিজের জন্য তিনি এভেইলেবল নন।
টেস্ট স্কোয়াডে প্রথমবার ডাক পেয়েছেন পেস বোলার তানজিম হাসান সাকিব। ২২ বছর বয়সী এই তরুণ বাংলাদেশের হয়ে ২৮টি সাদা বলের ম্যাচ খেললেও এখনো টেস্টে অভিষেক হয়নি তার। তাসকিন না থাকায় তানজিমের পাশাপাশি ফিরেছেন পেসার সৈয়দ খালেদ আহমেদও। দলে থাকা বাকি দুই পেসার হচ্ছেন নাহিদ রানা ও হাসান মাহমুদ।
প্রথম টেস্ট শুরু হবে ২০ এপ্রিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে, আর দ্বিতীয় ম্যাচ হবে ২৮ এপ্রিল চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে।
প্রথম টেস্টের বাংলাদেশ স্কোয়াড :
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, জাকির হাসান, মমিনুল হক, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম ভূঁইয়া অঙ্কন, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ, তানজিম হাসান সাকিব।