Thursday 16 January, 2025

প্যারালিম্পিক শেষ, পদক তালিকায় শীর্ষে চীন

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: 20:50, 9 September 2024

প্যারালিম্পিক শেষ, পদক তালিকায় শীর্ষে চীন

প্যারালিম্পিক শেষ, পদক তালিকায় শীর্ষে চীন

ফ্রান্সে শেষ হলো প্যারালিম্পিকের আসর। শারীরিক প্রতিবন্ধকতা সত্ত্বেও অসাধারণ পারফরম্যান্স করেছেন প্রতিযোগীরা। তারা দেখিয়ে দিয়েছেন, কীভাবে শারীরিক প্রতিবন্ধকতা জয় করা যায়।

এবারের প্যারালিম্পিক আসরে পদক তালিকায় এক নম্বরে রয়েছে চীন। তারা ৯৪টি সোনা জিতেছে। ২০০৪ থেকে তারাই পদক তালিকায় এক নম্বর দেশ। চীনের ক্রীড়াবিদরা ৭৬টি রুপা ও ৫০টি ব্রোঞ্জও জিতেছেন।

পদক তালিকার দুই নম্বরে আছে যুক্তরাজ্য। ৪৯টি সোনা, ৪৪টি রুপো ও ৩১টি ব্রোঞ্জ জিতেছেন যুক্তরাজ্যের ক্রীড়াবিদরা। ৩৬টি সোনা, ৪২টি রুপা ও ২৭টি ব্রোঞ্জ নিয়ে যুক্তরাষ্ট্র আছে তিন নম্বরে। বরাবরের মতো এবারের আসরেও বাংলাদেশ কোনো পদক জিততে পারেনি।