Tuesday 04 March, 2025

নিউজিল্যান্ডকে উড়িয়ে সেমিতে অস্ট্রেলিয়াকে পেল ভারত

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: 22:39, 2 March 2025

নিউজিল্যান্ডকে উড়িয়ে সেমিতে অস্ট্রেলিয়াকে পেল ভারত

নিউজিল্যান্ডকে উড়িয়ে সেমিতে অস্ট্রেলিয়াকে পেল ভারত

দুই দলের সেমিফাইনাল আগেই নিশ্চিত হয়ে যাওয়ায় ম্যাচটি গ্রুপ সেরা নির্ধারণের। তাতে ভারতের কাছে পাত্তাই পেল না নিউজিল্যান্ড। বরুণ চক্রবর্তীর স্পিনে নিউজিল্যান্ডকে গুঁড়িয়ে ‘এ’ গ্রুপে সেরা হয়েছে ভারত।

দুবাইতে রোববার কিউইদের ৪৪ রানে হারায় ভারত। আগে ব্যাটিং পেয়ে শ্রেয়াস আইয়ারের ৭৯ ও হার্দিক পান্ডিয়ার ৪৫ রানে ভর করে ২৪৯ রান করেছিল ভারত।

জবাবে বরুণের ঘূর্নিতে নিউজিল্যান্ড আটকে যায় ২০৫ রানে। টুর্নামেন্টে প্রথম ম্যাচ খেলতে নেমে ৪২ রানে ৫ উইকেট দখল করেন লেগ স্পিনার বরুণ।

এই ম্যাচ জেতায় ৪ মার্চ একই মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল খেলবে রোহিত শর্মার দল। ৫ মার্চ নিউজিল্যান্ড সেমিফাইনাল খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, লাহোরে।

এদিন উইকেট ছিলো মন্থর ঘরানার, তাতে একাদশে চারজন স্পিনার নিয়ে নামে ভারত। নিউজিল্যান্ডের একাদশেও ছিলো স্পিন করতে পারা চার বোলার। রাতের শিশির না থাকায় টস খুব একটা ফ্যাক্টর হয়নি। টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরুতে বিপদে পড়লেও আইয়ার উইকেটের মেজাজ বুঝে ভারতকে জুতসই পুঁজি পাইয়ে দেওয়ার পথ করে দেন। শেষ দিকে হার্দিক নিয়ে যান আড়াইশোর কাছে। এই পুঁজিতে শুরু থেকেই নিউজিল্যান্ডকে চাপে রাখে ভারত। হার্দিক প্রথম উইকেট নিলেও স্পিনাররা আক্রমণে এসে নিয়ে নেন ম্যাচের লাগাম। কেইন উইলিয়মসন ৮১ রানের ইনিংস খেলে লড়লেও বাকিদের ব্যর্থতায় ভারতের সঙ্গে পেরে উঠেনি ব্ল্যাক ক্যাপসরা।