Thursday 17 April, 2025

জুলাই চেতনা নিয়ে দেশে এখন ব্যবসা হচ্ছে: নুরুল হক

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: 21:44, 12 April 2025

জুলাই চেতনা নিয়ে দেশে এখন ব্যবসা হচ্ছে: নুরুল হক

জুলাই চেতনা নিয়ে দেশে এখন ব্যবসা হচ্ছে: নুরুল হক

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক নুরুল হক নুর বৈছা আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দের ইঙ্গিত করে বলেছেন, এখন জুলাই চেতনার নামে কিছু কিছু লোক ব্যবসা করছে।

তিনি বলেন, দুঃখজনক হলেও সত্য আমরা যে তরুণদের নিয়ে পরিবর্তনের কথা বলি, যেই তরুণদের নিয়ে নতুন স্বপ্ন দেখি, সেই তরুণদের একটি অংশ পুরোনো পথে হাঁটতে চায়। নতুন রাজনৈতিক বন্দ্যোবস্তের কথা বলে পুরোনো সেই পেশিশক্তি, কালো টাকা, আধিপত্য বিস্তারের রাজনীতির দিকে যেতে চাচ্ছে। এইটা যদি নতুন রাজনৈতিক দলের বন্দ্যোবস্তে হয়, তাহলে মানুষ হতাশ হবে।

জুলাই চেতনা নিয়ে বৈছা আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দকে ব্যবসা না করার আহ্বান জানান নূর।

১১ই এপ্রিল, শুক্রবার সন্ধ্যায় মানিকগঞ্জের সিংগাইর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে গণ অধিকার পরিষদ সিঙ্গাইর উপজেলা শাখা আয়োজিত জনসভায় নরুল হক নুর এসব কথা বলেন।

গণঅধিকার পরিষদের সভাপতি আরো বলেন, ‘নির্বাচন ও সংস্কারকে মুখোমুখি দাঁড় করিয়ে দেশে আরেকটি সংকট তৈরি করার চেষ্টা করা হচ্ছে। একটা গোষ্ঠী রাজনৈতিক ফায়দা নিতে দেশে অস্থিরতা তৈরি করতে চায়। এই বিষয়ে আমাদের সকলকে সতর্ক থাকতে হবে।

গণঅধিকার পরিষদের সিঙ্গাইর উপজেলার শাখার সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবুর সঞ্চালনায় ও সভাপতি আলামিন দেওয়ানের সভাপতিত্বে জনসভায় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান, গণ অধিকার পরিষদের সদস্য হাবিবুর রহমান রিজু, মাহফুজুর রহমান খান, গণঅধিকার পরিষদের ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক মো. তোফাজ্জল হোসেন, গণ অধিকার পরিষদ মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মো. হাসান আলী, সাধারন সম্পাদক মমিনুর রহমান প্রমুখ।