
ছাত্রদের চাহিদা মেটানোই আমাদের প্রধান দায়িত্ব: উপদেষ্টা ফরিদা
ইউনূস সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, “যারা বলছে আমরা অনির্বাচিত, তারা ভুল বলছে। আমরা ছাত্রদের দ্বারা নির্বাচিত। কাজেই আমাদের প্রধান দায়িত্ব হলো ছাত্রদেরিই চাহিদা পূরণ করা।”
এদিকে তার এই বক্তব্যে এভাবে জনগণকে অবজ্ঞা করে বৈছা আন্দোলনের নেতৃবৃন্দ ও সমন্বয়কদের খুশি করার চেষ্টা চলছে বলে মনে করছেন সুধীজন।
১২ই মার্চ, শনিবার রাজধানীর মিরপুরে অবস্থিত শাহ আলী মাজার প্রাঙ্গণে আয়োজিত ‘গণমানুষের জাগ্রত জুলাই’ শীর্ষক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে ‘জুলাই কমিউনিটি অ্যালায়েন্স মিরপুর’।
বিএনপির প্রতি ইঙ্গিত করে তিনি আরও বলেন, “আমরা অনির্বাচিত নই। জুলাই অভ্যুত্থানকারী ছাত্র-জনতাই এই সরকারকে নির্বাচিত ও গঠিত করেছে। সুতরাং, এই সরকারের প্রধান দায়িত্ব হলো সেই ছাত্র-জনতার চাহিদা পূরণ করা।”
উপদেষ্টা ফরিদা আখতার আরও বলেন, “ছাত্র এবং জনতা পরিবর্তনের পথ দেখিয়েছে, তারাই রাষ্ট্র ও সরকার গঠন করেছে, এবং আমরাও তাদের দ্বারাই নির্বাচিত হয়েছি। কাজেই তাদের স্বার্থই আমাদের কাছে প্রধান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন উপদেষ্টা ফরিদা আখতারের স্বামী, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ।
জুলাই কমিউনিটি অ্যালায়েন্স মিরপুরের প্রধান সমন্বয়ক মোহাম্মদ রোমেলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আকিজ ইনসাফ গ্রুপের সিএমও শফিকুল ইসলাম, জুলাই কমিউনিটি অ্যালায়েন্স মিরপুরের সদস্য তৌফিক হাসান, উদয় হাসান, ও সিলমী সাদিয়া প্রমুখ।