গোপালগঞ্জে ছাত্র সমন্বয়কদের ওপর ‘ছাত্রলীগের’ হামলা
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ওপর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মীদের হামলা চালানোর অভিযোগ উঠেছে। হামলায় সাকিব আহমেদ নামে এক সমন্বয়ক আহত হয়েছেন। এ সময় ভিডিও ধারণ করতে গেলে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের ওপরও হামলা চালানো হয়।
শনিবার (২৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে বশেমুরবিপ্রবির ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।
ছাত্র সমন্বয়ক ওমর শরীফ সরকার অভিযোগ করে বলেন, ‘জুলাই আন্দোলনে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলাকারী ছাত্রলীগ নেতা ইতিহাস বিভাগের শিক্ষার্থী শরিফুল ইসলাম সোহাগ শনিবার পরীক্ষায় অংশ নিতে যান। এ সময় ছাত্র আন্দোলনের সমন্বয়কসহ সাধারণ শিক্ষার্থীরা তাকে আটক করে প্রক্টর অফিসে নিয়ে যাচ্ছিলেন। তখন সোহাগ ও বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ছাত্রলীগ কর্মীরা আমিসহ, সাকিব আহমেদ, মোহাম্মদ জসিমুদ্দিন, ফয়সাল জামান ফাহিম এবং বেশ কয়েকজন সাধারণ শিক্ষার্থীর ওপর হামলা চালায়। এ সময় ভিডিও ধারণ করতে গেলে বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আতিক ফয়সাল ও দফতর সম্পাদক শেখ রাসেলের ওপরেও হামলা চালানো হয়।’
পরে ঘটনার প্রতিবাদ ও ছাত্রলীগ কর্মীদের গ্রেফতার দাবিতে সমন্বয়ক ও সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে একটি বিক্ষোভ মিছিল বের করে।
বশেমুরবিপ্রবির প্রক্টর আরিফুজ্জামান রাজিব বলেন, ‘ছুটির দিন হওয়ায় আমি বিশ্ববিদ্যালয়ে ছিলাম না। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ে এসেছি। সহকারী প্রক্টররা ঘটনাটি সামাল দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বর্তমানে শান্ত রয়েছে। রাতে সকল পক্ষকে নিয়ে বসে সমাধান করা হবে।