Wednesday 22 January, 2025

এবার পাকিস্তানের নাম জার্সিতে রাখতে চায় না ভারত

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: 22:31, 21 January 2025

এবার পাকিস্তানের নাম জার্সিতে রাখতে চায় না ভারত

এবার পাকিস্তানের নাম জার্সিতে রাখতে চায় না ভারত

দীর্ঘ ২৯ বছর পর দেশের মাঠে আইসিসির কোনো টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে পাকিস্তান। কিন্তু চ্যাম্পিয়নস ট্রফির আয়োজন স্বস্তিতে করতে পারছে না। একের পর এক ঝামেলা লেগেই আছে। আর এই ঝামেলা তৈরি করছে ভারত।

পাকিস্তানে খেলতে যাবে বলে ভারতের চাওয়া অনুযায়ী ‘হাইব্রিড মডেলে’ চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন করছে আইসিসি। সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে পাকিস্তান যৌথভাবে আয়োজন করতে রাজি হওয়ায় পরে সেই জলঘোলার শেষ হয়। পরে পাকিস্তানে হতে যাওয়া উদ্বোধনী অনুষ্ঠানে অধিনায়ক রোহিত শর্মাকে পাঠাতেও রাজি হয়নি তারা। এবার আরেক নতুন ঝামেলা পাকিয়েছে ভারত।

যদিও এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেয়নি বিসিসিআই। তবে ভারতের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, নিজেদের জার্সিতে আয়োজক পাকিস্তানের নাম রাখতে চায় না ভারত। এমন সংবাদ জনসম্মুখে আসার পরেই ক্ষেপে গেছে পাকিস্তান। ভারতের বার্তা সংস্থা আইএএনএসকে নাম প্রকাশ না করার শর্তে এক পিসিবি কর্মকর্তা বলেছেন, ‘ক্রিকেটে রাজনীতি নিয়ে এসেছে বিসিসিআই।

খেলাটির জন্য মোটেও ভালো কিছু নয়। তারা পাকিস্তানে আসতে অস্বীকৃতি জানাল। উদ্বোধনী অনুষ্ঠানেও তাদের অধিনায়ককে পাঠাতে চায় না। আর এখন আয়োজক দেশের নাম জার্সিতে রাখতে চায় না বলে সংবাদ হয়েছে। আমাদের বিশ্বাস, আইসিসি এটা হতে দেবে না এবং পাকিস্তানকে সমর্থন দেবে।
 
ভারতীয় সংবাদ মাধ্যমের খবর সত্যি হলে এটা বাড়াবাড়ি হবে বিসিসিআইয়ের। কেননা নিয়ম অনুযায়ী সব দলের জার্সিতে আয়োজক দেশের নাম থাকা বাধ্যতামূলক। কোনো কারণে ‘হাইব্রিড মডেলে’ টুর্নামেন্ট আয়োজিত হলেও মূল আয়োজক যে দেশ তার নামই থাকতে হবে জার্সিতে। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে যেমনটা হয়েছে। ভারত থেকে বিশ্বকাপ সরে আরব আমিরাতে গেলেও টুর্নামেন্টে সুযোগ পাওয়া দলগুলোর জার্সিতে ভারতের নামই ছিল।