Tuesday 28 January, 2025

অবৈধ ইউনূস সরকারের অধীনে আগামী নির্বাচন হবে না: এমএ আরাফাত

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: 22:56, 25 January 2025

অবৈধ ইউনূস সরকারের অধীনে আগামী নির্বাচন হবে না: এমএ আরাফাত

অবৈধ ইউনূস সরকারের অধীনে আগামী নির্বাচন হবে না: এমএ আরাফাত

অবৈধ ইউনূস সরকারের অধীনে আগামী নির্বাচন হবে না। এই গণশত্রু ইউনূস সরকারকে বিদায় নিতে হবে। অবৈধ ইউনূস সরকারের অধীনে আগামী নির্বাচন হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য অধ্যাপক মোহাম্মদ আলী আরাফাত।

শুক্রবার(২৪ জানুয়ারি) সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী অধ্যাপক মোহাম্মদ আলী আরাফাত সাংবাদিকদের উদ্দেশ্যে এক বার্তায় এসব কথা জানান।

মোহাম্মদ আলী আরাফাত বলেন, একটি নতুন (তত্ত্বাবধায়ক) সরকারের অধীনে হতে হবে পরবর্তী নির্বাচন। নির্বাচনে অংশগ্রহণকারী সকল দল এবং ব্যক্তির জন‍্য যেন সমান সুযোগ থাকে সেই পরিবেশ তৈরি করতে হবে। আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের বিরুদ্ধে দেয়া মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। রাজবন্দীদের মুক্তি দিতে হবে এবং জঙ্গি এবং শীর্ষ সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে।

তিনি বলেন, জনগণের দ্বারা নির্বাচিত সংসদ প্রয়োজনীয় সংস্কার কর্মসূচি বাস্তবায়ন করবে। নির্বাচিত সংসদের সংখ্যাগরিষ্ঠ দল সরকার গঠন করবে, এবং দ্বিতীয় বৃহত্তম দল সংসদে বিরোধী দলের আসনে বসবে।

আওয়ামী লীগের কেন্দ্রীয় এই নেতা আরও বলেন, একই সাথে জুলাইয়ের ১৬ তারিখ থেকে আগস্টের ৫ তারিখ পর্যন্ত এবং পরবর্তী সময়ে পুলিশসহ যত হতাহত হয়েছে সকল ঘটনার (সুষ্ঠু তদন্ত সাপেক্ষে) বিচার চলমান রাখতে হবে। তদন্ত ও বিচার প্রক্রিয়ার মাধ্যমে যেই দোষী প্রমাণিত হবে তার শাস্তি নিশ্চিত করতে হবে।