Tuesday 29 April, 2025

শোয়েব আখতারের ইউটিউব চ্যানেল ব্লক ভারতে

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: 23:26, 28 April 2025

শোয়েব আখতারের ইউটিউব চ্যানেল ব্লক ভারতে

শোয়েব আখতারের ইউটিউব চ্যানেল ব্লক ভারতে

ভারতে হঠাৎ করেই দেখা যাচ্ছে না পাকিস্তানি ক্রিকেট কিংবদন্তি শোয়েব আখতারের ইউটিউব চ্যানেল। যদিও শোয়েবের আগের আপলোড করা ভিডিওগুলো এখনও দেখা যাচ্ছে। ভারতের ইউটিউব ব্যবহারকারীরা তার ইউটিউব চ্যানেল অ্যাক্সেস করতে পারছেন না।

গত ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে ঘটে যাওয়া সন্ত্রাসী হামলার ২৬ জন নিহত হওয়ার পর একাধিক একাধিক পাকিস্তানি ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করে ভারত সরকার।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশে, ‘উস্কানিমূলক ও বিভ্রান্তিকর কন্টেন্ট’ ছড়ানোর অভিযোগে একাধিক পাকিস্তানি চ্যানেল ব্লক করা হয়। যদিও শোয়েবের ইউটিউব চ্যানেলটি সরকার কর্তৃক প্রকাশিত নিষিদ্ধ চ্যানেলগুলোর তালিকায় নেই। তারপরও ব্যবহারকারীরা ইউটিউব বা অ্যাপে চ্যানেলটি খুঁজে পাচ্ছেন না। 
ইউটিউবে শোয়েবের পুরোনো ভিডিওগুলো দেখা গেলেও পুরো চ্যানেলটি আর খুঁজে পাওয়া যাচ্ছে না।

শোয়েব আখতারের পাশাপাশি, রশিদ লতিফ ও বাসিত আলির মতো অন্যান্য পাকিস্তানি সাবেক ক্রিকেটারদের চ্যানেলও ভারতে দেখা যাচ্ছে না। এসব চ্যানেলও সরকারি নিষেধাজ্ঞার তালিকায় না থাকলেও, তাদের ভারতীয় দর্শকদের জন্য অ্যাক্সেস সীমিত করা হয়েছে।

ভারতে যেসব ইউটিউব চ্যানেল ব্লক করা হয়েছে তা হলো—ডন নিউজ, ইরশাদ ভাট্টি, সামা টিভি, এআরওয়াই নিউজ, বোল নিউজ, রাফতার, দ্য পাকিস্তান রেফারেন্স, জিও নিউজ, সামা স্পোর্টস, জিএনএন, উজাইর ক্রিকেট, উমর চিমা এক্সক্লুসিভ, আসমা শিরাজি, মুনিব ফারুক, সুনো নিউজ এবং রাজি নামা।