Monday 21 April, 2025

ইন্দোনেশিয়ার বিপক্ষে রোমাঞ্চকর জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: 21:44, 20 April 2025

ইন্দোনেশিয়ার বিপক্ষে রোমাঞ্চকর জয় বাংলাদেশের

ইন্দোনেশিয়ার বিপক্ষে রোমাঞ্চকর জয় বাংলাদেশের

বাংলাদেশ-ইন্দোনেশিয়ার লড়াই তখন ২-২ সমতায়। আর কয়েক সেকেন্ড পরই খেলা শেষের বাঁশি বাজাবেন রেফারি। ঠিক তখনি চমক দেখালেন ফজলে রাব্বী। আরশাদ হোসেনের বাড়ানো বল স্টিকে দারুণভাবে নিয়ন্ত্রণে বল পোস্টে ঠেলে দিয়েই আনন্দে মাতোয়ারা রাব্বী ও তাঁর সতীর্থরা।

৩-২ গোলে জিতে এএইচএফ কাপে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের। ৬ পয়েন্ট নিয়ে পুল ‘বি’তে শীর্ষে মামুনুর রশীদের দল। স্বাগতিক ইন্দোনেশিয়ার কোচ ইমান গোবিনাথানকে নিয়ে দুর্ভাবনা ছিল বাংলাদেশের। কারণ একসময় বাংলাদেশের কোচ ছিলেন এই মালয়েশিয়ান।

পুষ্কর খিসা-আরশাদ হোসেনদের নিয়ে জানাশোনা আছে বেশ। জাকার্তায় চেনা টার্ফে আত্মবিশ্বাসী শুরু ইন্দোনেশিয়ার। বাংলাদেশও সুযোগ বুঝে আক্রমণে যায়। কিন্তু প্রথম কোয়ার্টার ছিল গোলশূন্য।

পরের কোয়ার্টারে আক্রমণে চাপ বাড়িয়ে শুরুতেই ওবায়দুল হোসেনের নিখুঁত ফ্লিকে এগিয়ে যায় বাংলাদেশ। একটু পরেই পুষ্কর খিসার পেনাল্টি কর্নারে ড্রাগ ফ্লিকে ব্যবধান দ্বিগুণ করেন সোহানুর রহমান সবুজ। বিরতির আগেই দুরূহ কোণ থেকে রিভার্স হিটে ব্যবধান কমান ইন্দোনেশিয়ার আলফান্দি প্রাস্তোয়ো। তৃতীয় কোয়ার্টারে লড়াই জমে বেশ। 

বাংলাদেশ পোস্টের দেখা না পেলেও খেলায় সমতা ফেরায় ইন্দোনেশিয়া। এই কোয়ার্টারের শুরুতে গোলমুখ থেকে আলতো হিটে সমতা ফেরান আকমল খায়েরউল্লাহ। স্বাগতিকদের এই স্বস্তি খেলার একদম শেষ মুহূর্তে ভেস্তে যায় ফজলে রাব্বীর দারুণ গোলে।