
দাপুটে জয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমির পথে বার্সেলোনা
চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বরুশিয়া ডর্টমুন্ডকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। এই বিশাল জয়ের ফলে সেমিফাইনালে ওঠার পথে তারা অনেকটাই এগিয়ে গেল।
বুধবার রাতে ঘরের মাঠে অনুষ্ঠিত ম্যাচে বার্সেলোনার হয়ে দুটি গোল করেন রবার্ট লেভানদোভস্কি। এছাড়া রাফিনিয়া ও লামিন ইয়ামাল একটি করে গোল করেন। এই ম্যাচে রাফিনিয়া চ্যাম্পিয়ন্স লিগে বার্সার জার্সিতে লিওনেল মেসির সর্বোচ্চ গোলের অবদানের রেকর্ড স্পর্শ করেন।
ম্যাচের শুরু থেকেই বার্সেলোনা আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে এবং প্রতিপক্ষকে চাপে রাখে। তাদের মাঝমাঠ ও আক্রমণভাগের খেলোয়াড়দের বোঝাপড়া ছিল চোখে পড়ার মতো। দর্শকরাও গ্যালারি থেকে মুহুর্মুহু উল্লাস করে দলকে উৎসাহিত করেন।
প্রথমার্ধে রাফিনিয়ার গোলে এগিয়ে যায় বার্সেলোনা। বিরতির পর লেভানদোভস্কি দ্রুত আরেকটি গোল করে দলের লিড বাড়ান। এরপর তরুণ খেলোয়াড় লামিন ইয়ামালও একটি গোল করে ডর্টমুন্ডের জয়ের আশা কার্যত শেষ করে দেন। ম্যাচে বার্সেলোনার রক্ষণভাগও ছিল পোক্ত, যার ফলে ডর্টমুন্ড কোনো গোল করতে পারেনি।
এই বড় জয়ের পর বার্সেলোনার কোচ ও খেলোয়াড়রা আত্মবিশ্বাসী। যদিও ফিরতি লেগের ম্যাচ ডর্টমুন্ডের মাঠে অনুষ্ঠিত হবে, তবুও এই চার গোলের লিড বার্সেলোনাকে সেমিফাইনালে ওঠার ব্যাপারে অনেকটাই আশাবাদী করে তুলেছে। বলা যায়, চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে এখন এক পা দিয়ে রেখেছে স্প্যানিশ এই জায়ান্ট ক্লাবটি।