
বিদ্রোহী দুই নারী ফুটবলার খেলতে যাচ্ছেন ভুটানের ক্লাবে
যেন এক নতুন দিগন্ত উন্মোচিত হলো বাংলাদেশের নারী ফুটবলে। গোলপোস্টের অতন্দ্র প্রহরী রূপনা চাকমা আর রক্ষণভাগের ইস্পাতকঠিন প্রাচীর মাসুরা পারভীনের স্বপ্ন এবার ডানা মেললো পাহাড়ি দেশ ভুটানে। ভুটানের ট্রান্সপোর্ট ইউনাইটেড ক্লাবের জার্সিতে মাতাতে তারা পাড়ি জমাচ্ছেন এক নতুন অভিযানে। মাসুরা ও রূপনা কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহ করা ১৮ নারী ফুটবলারের দুজন।
ভুটানে খেলতে বাফুফের সবুজ সংকেত পেয়ে সাতক্ষীরার শান্ত পরিবেশ থেকে মাসুরা জানালেন, ‘অনেক দিনের ইচ্ছে ছিল, দেশের বাইরে খেলার। অবশেষে সেই স্বপ্ন সত্যি হতে চলেছে।’ বাফুফের ক্যাম্পে না থাকার এই সময়টা তাদের জন্য যেন আশীর্বাদ হয়ে এলো।
ভুটানের নারী লিগ শুরু হতে আর বেশি দেরি নেই, ১৫ই এপ্রিল থেকেই শুরু হবে মাঠের লড়াই। ক্লাব চাইলে, ঈদের আগেই থিম্পুর উদ্দেশ্যে উড়াল দেবেন তারা, নইলে ঈদের পরপরই। প্রায় ছয় মাস ধরে চলবে এই লিগ, আর এই সময়ে জাতীয় দলের ডাক এলে দেশের জন্য খেলতে তারা ঠিক ফিরে আসবেন।
সেখানে খেলতে যাওয়ার ব্যাপারে মাঠে নামার সুযোগই বড় করে দেখছেন মাসুরা, সম্মানীর প্রসঙ্গ উঠতেই মাসুরা জানালেন, ‘টাকা-পয়সা আমার কাছে বড় কথা নয়, খেলাটাই আসল। ক্যাম্প বন্ধ, তাই নিজেকে খেলার মধ্যে রাখতেই এই সিদ্ধান্ত। ট্রান্সপোর্ট ইউনাইটেড যা দিচ্ছে, অন্য ক্লাব আরও বেশি দিতে চেয়েছিল, কিন্তু আমি কথা দিয়েছি, তাই সেখানেই যাবো।
কোচের বিরুদ্ধে বিদ্রোহ করায় দুইবার সাফজেতানো ১৮ জন ফুটবলার এখন আছেন জাতীয় দলের বাইরে। তাদের ফেরাটা নিয়ে এখনো যেন ধোঁয়াশায় বাফুফে। শেষ পর্যন্ত বসে না থেকে বিদেশের লিগ খেলার সুযোগ করে নিচ্ছেন এই ফুটবলাররা।