Wednesday 02 April, 2025

টেস্ট ক্রিকেটের ১৫০ বছর পূর্তিতে রঙিন আয়োজন করবে অস্ট্রেলিয়া

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: 20:47, 11 March 2025

টেস্ট ক্রিকেটের ১৫০ বছর পূর্তিতে রঙিন আয়োজন করবে অস্ট্রেলিয়া

টেস্ট ক্রিকেটের ১৫০ বছর পূর্তিতে রঙিন আয়োজন করবে অস্ট্রেলিয়া

ক্রিকেটের জন্মলগ্ন থেকেই অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যকার দ্বৈরথ ছিল সবচেয়ে জমজমাট। কালের বিবর্তনে ক্রিকেটের বিশ্বায়ন ঘটলেও, এই চিরপ্রতিদ্বন্দ্বীতার আবেদন আজও অমলিন।

১৮৭৭ সালের মার্চে, মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) জন্ম নেয় টেস্ট ক্রিকেটের ইতিহাস, যেখানে মুখোমুখি হয় এই দুই দল। ২০২৭ সালে সেই ঐতিহাসিক ম্যাচের দেড়শত বছর পূর্ণ হবে। এই বিশেষ ক্ষণকে স্মরণীয় করে রাখতে, একটি বর্ণাঢ্য দিবারাত্রির টেস্টের আয়োজন করা হচ্ছে।
গোলাপি বলের এই ম্যাচটি ২০২৭ সালের ১১-১৫ মার্চ এমসিজিতে অনুষ্ঠিত হবে, যা মেলবোর্নে পুরুষদের প্রথম ফ্লাডলাইটের টেস্ট হতে চলেছে। এর আগে, ১৯৭৭ সালে শতবর্ষপূর্তিতেও একটি বিশেষ টেস্ট অনুষ্ঠিত হয়েছিল, তবে সেটি ছিল দিনের আলোয়, লাল বলের খেলা।

দিবারাত্রির ম্যাচ আয়োজনের মূল লক্ষ্য, মাঠে দর্শকদের উপচে পড়া ভিড় নিশ্চিত করা। দিনের বেলায় খেলা হলে, কর্মব্যস্ত জীবনে অনেকেই মাঠে আসতে পারবেন না। এছাড়াও, টেলিভিশন দর্শকদের জন্য, বিশেষ করে যুক্তরাজ্যের দর্শকদের জন্য এই সময়সূচী সুবিধাজনক হবে।

ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ, এই ঐতিহাসিক ম্যাচ আয়োজনের অনুমতি প্রদানের জন্য ভিক্টোরিয়ার রাজ্য সরকার ও মেলবোর্ন ক্রিকেট ক্লাবকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।