Wednesday 02 April, 2025

২০৩০ বিশ্বকাপে ৬৪ দল খেলবে!

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: 22:54, 7 March 2025

২০৩০ বিশ্বকাপে ৬৪ দল খেলবে!

২০৩০ বিশ্বকাপে ৬৪ দল খেলবে!

শতবর্ষপূর্তি উপলক্ষে ফুটবল বিশ্বকাপের ২০৩০ আসর হতে যাচ্ছে ৩টি মহাদেশের ৬টি দেশে। মূল আয়োজক হিসেবে আছে স্পেন, পর্তুগাল ও মরোক্কা। আর বিশ্বকাপ আয়োজনের শতবছর পূর্তি উপলক্ষে উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েতে খেলা হবে একটি একটি করে ম্যাচ। ওই বিশ্বকাপে বদলে যেতে পারে অংশগ্রহন করা দলের সংখ্যাও।

বিশ্বকাপের শতবর্ষপূর্তি উপলক্ষে ৬৪ দল খেলানোর প্রস্তাব যাচাই-বাছাই করে দেখছে ফিফা। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য টাইমস’ জানিয়েছে, উরুগুয়ের ফিফা কাউন্সিল সদস্য ইগানাসিও আলোনসো গত বুধবার ফিফার বৈঠকে এই প্রস্তাব দেন। সেখানে ফুটবল-সংশ্লিষ্ট সিনিয়র ব্যক্তিত্বরা এ নিয়ে শঙ্কার কথাও জানান। তবে ফিফা প্রেসিডেন্ট গিয়ানন্নি ইনফান্তিনো নাকি এই প্রস্তাব বিবেচনা করে দেখার কথা বলেছেন।

১৯৩০ সাল থেকে ১৩ দল নিয়ে হয় আয়োজিত প্রথম বিশ্বকাপ। এরপর সংখ্যা বদলেছে। শেষবার  ১৯৯৮ সালে ফ্রান্স বিশ্বকাপ থেকে শুরু হওয়ার পর ২০২২ কাতার বিশ্বকাপ দিয়ে শেষ হয়েছে ৩২ দলের বিশ্বকাপ অধ্যায়ও। ২০২৬ আসরে যা বেড়ে ৪৮ হচ্ছে।

এবার ২০৩০ বিশ্বকাপে এটা ৬৪-এ নিয়ে যাওয়ার ভাবনা ফুটবল বিশ্বকে চমকে দিয়েছে। প্রস্তাবিত ৬৪ দলের বিশ্বকাপ নিয়ে একটি বিবৃতিও দিয়েছে ফিফা, ‘২০৩০ সালে শতবর্ষ উদ্‌যাপন উপলক্ষে ৬৪ দল নিয়ে বিশ্বকাপ আয়োজনের প্রস্তাবটি যাচাই করা হচ্ছে। ৫ মার্চ ফিফা কাউন্সিল মিটিংয়ের শেষ দিকে ফিফার একজন কাউন্সিল সদস্য বিবিধ এজেন্ডার আলোচনায় স্বতঃস্ফূর্তভাবে এ প্রস্তাব দেন। ফিফার দায়িত্ব হচ্ছে কাউন্সিল সদস্যদের যেকোনো প্রস্তাবকে আমলে নিয়ে যাচাই করে দেখা।’

২০২৬ বিশ্বকাপের পরই ফিফা ২০৩০-এর জন্য চূড়ান্ত ঘোষণা দেবে, আর পুরো ফুটবল বিশ্ব তাকিয়ে আছে সেই ঐতিহাসিক ঘোষণার অপেক্ষায়!