Friday 24 January, 2025

চ্যাম্পিয়নস ট্রফি ঘিরে কড়া নিরাপত্তা পাকিস্তানের

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: 22:59, 23 January 2025

চ্যাম্পিয়নস ট্রফি ঘিরে কড়া নিরাপত্তা পাকিস্তানের

চ্যাম্পিয়নস ট্রফি ঘিরে কড়া নিরাপত্তা পাকিস্তানের

১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়নস ট্রফি। ১৯৯৬ সালের পর এই প্রথম আইসিসি ট্রফি আয়োজিত হচ্ছে পাকিস্তানে। তাই নিরাপত্তা নিয়ে কোনো প্রকার ঝুকি নিতে চাইছে না পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ১৭ হাজার নিরাপত্তারক্ষী মোতায়েন করা হচ্ছে টুর্নামেন্ট ঘিরে।

পিসিবি সূত্রের খবর, ইতিমধ্যেই পাঞ্জাবে সরকার নিরাপত্তার কাজ শুরু করে দিয়েছে। লাহোর ও রাওয়ালপিন্ডির নিরাপত্তা নিরাপত্তা নিয়ে প্রস্তুতি চলছে। জানা গেছে, স্টেডিয়াম, হোটেল ও দলগুলির নিরাপত্তার জন্য ১২,৫০০ নিরাপত্তারক্ষী মোতায়েন করা হবে। তার মধ্যে সাড়ে ৭ হাজার নিরাপত্তারক্ষীকে তৈরি রাখা হবে স্টেডিয়ামের নিরাপত্তার জন্য।

বাকিরা হোটেলে নিরাপত্তা দেবেন। তাদের মধ্যে কম্যান্ডোরাও থাকবেন। করাচির মাঠে নিরাপত্তার জন্য ৫ হাজার নিরাপত্তারক্ষী রাখা হবে বলে জানা গেছে। শুধু পুলিশ নয়, নিরাপত্তার জন্য প্রস্তুত রাখা হবে দেশটির সেনাবাহিনেীকেও।

২৯ বছর আগে শেষবার আইসিসি প্রতিযোগিতা হয়েছিল পাকিস্তানে।  ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব প্রথমে পেলেও  নিরাপত্তার কারণেই পাকিস্তানের বদলে বাংলাদেশকে দায়িত্ব দেয় আইসিসি। ২০২৩ সালে এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব পেয়েছিল পাকিস্তান।