Wednesday 15 January, 2025

পদত্যাগ দাবি ফাহিমের

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: 22:58, 14 January 2025

পদত্যাগ দাবি ফাহিমের

পদত্যাগ দাবি ফাহিমের

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গঠনতন্ত্র সংস্কার কমিটির সদস্য হিসেবে নাজমুল আবেদীন ফাহিম একেবারেই একটি প্রতিষ্ঠানকে নতুন উচ্চমানের সংক্রান্ত আলোচনা করতে প্রস্তুত হয়েছেন। তার কার্যকারিতা এবং দক্ষতার জন্য তাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সদস্য হিসেবে নিয়োজিত করা হয়েছে।

গতকাল রাজধানীর এক হোটেলে একজোট হওয়া ক্রিকেট সংগঠকরা দিয়েছেন আলটিমেটামও। তারা অচিরেই গঠনতন্ত্রের বিতর্কিত এই প্রস্তাবনা প্রত্যাহারের দাবি জানিয়েছেন। দাবি না মানা পর্যন্ত ১৯ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া ঢাকার প্রথম বিভাগ ক্রিকেট লিগের ক্লাবগুলো অংশ নেবে না বলে সিদ্ধান্ত নিয়েছে। 
পাশাপাশি সামনের ঘরোয়া আসরগুলোও বয়কট করার হুমকি ক্লাব কর্মকর্তাদের।

ঘরোয়া লিগে অংশ নেওয়ার ক্ষেত্রে তাদের আরেকটি শর্ত- বোর্ড পরিচালকের পদ থেকে ফাহিমের পদত্যাগ। তিনি পদত্যাগ না করলে ক্লাবগুলো ঢাকা লিগে খেলবে না। গতকাল নিজেদের মধ্যে সভার পর সংবাদমাধ্যমকে এই সিদ্ধান্তগুলো জানিয়েছেন বিসিবির সাবেক যুগ্ম সম্পাদক ও বর্তমান কাউন্সিলর রফিকুল ইসলাম বাবু এবং ক্লাব কর্মকর্তা আদনান রহমান দীপন।