চ্যাম্পিয়নস ট্রফি থেকে বাদ পড়া লিটন যায়গা পেলেন পিএসএলে
চ্যাম্পিয়নস ট্রফির দলে বাদ পড়ার পর নিজের সামর্থ্যের দারুণ প্রমাণ দিলেন লিটন দাস। রংপুর রাইডার্সের হয়ে বিপিএলে বিধ্বংসী এক সেঞ্চুরি করেন তিনি। মাত্র ৪৪ বলে দ্রুততম সেঞ্চুরিটি করে নতুন রেকর্ড গড়েন লিটন। শেষ পর্যন্ত ৫৫ বলে অপরাজিত ১২৫ রান তুলে দলকে বড় সংগ্রহ এনে দেন।
টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করার ঠিক পরের দিন লিটন পেলেন আরও একটি সুসংবাদ। আজ পিএসএলের ড্রাফটে তাকে দলে নিয়েছে করাচি কিংস। উইকেটরক্ষক-ব্যাটার লিটন ‘সিলভার’ ক্যাটাগরিতে থেকে নির্বাচিত হয়েছেন। করাচি কিংসে সুযোগ পাওয়ার মধ্য দিয়ে আন্তর্জাতিক লিগেও নিজের সামর্থ্য দেখানোর সুযোগ পাচ্ছেন তিনি।
লিটনের আগে পিএসএলে দল পেয়েছেন নাহিদ রানা। ‘গোল্ড’ ক্যাটাগরিতে থাকা বাংলাদেশের গতি তারকাকে দলে নিয়েছে পেশোয়ার জালমি। দুজনের পরে দল পেয়েছেন রিশাদ হোসেনও।
বাংলাদেশি অলরাউন্ডারকে দলে নিয়েছে লাহোর কালান্দার্স। লিটনের মতো রিশাদও সিলভার ক্যাটাগরিতে ছিলেন। তবে লিটন-নাহিদ-রিশাদ দল পেলেও সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমানদের কিনতে আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। টুর্নামেন্টের সর্বোচ্চ ক্যাটাগরি ‘প্লাটিনামে’ থাকা এ দুজনের সঙ্গে নিলামে অবিক্রিত থেকেছেন তাসকিন আহমেদ, তাওহিদ হৃদয় ও হাসান মাহমুদরা।