Wednesday 15 January, 2025

পাঁচে পাঁচ হার শাকিব খানের ঢাকা ক্যাপিটালসের

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: 23:09, 9 January 2025

পাঁচে পাঁচ হার শাকিব খানের ঢাকা ক্যাপিটালসের

পাঁচে পাঁচ হার শাকিব খানের ঢাকা ক্যাপিটালসের

সাব্বির রহমানের ঝোড়ো ইনিংসে চ্যালেঞ্জিং পুঁজি গড়েছিল ঢাকা ক্যাপিটালস। তবে চিটাগং কিংসের উসমান খানের ফিফটি এবং শামীম পাটোয়ারির ক্যামিওতে টানা পাঁচ ম্যাচে হারের মুখ দেখলো ঢাকার ফ্র্যাঞ্চাইজিটি।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) টস হেরে ব্যাট করতে নেমে সাব্বিরের দুর্দান্ত ব্যাটিংয়ে ৫ উইকেটে ১৭৭ রান করে ঢাকা। জয়ের জন্য ১৭৮ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে ৩ বল হাতে রেখে ৩ উইকেটের জয় তুলে নেয় চিটাগং কিংস। এটি তৃতীয় ম্যাচে চিটাগংয়ের দ্বিতীয় জয়।

অধিনায়ক মোহাম্মদ মিথুন ২২ বলে ৩৩ ও শামীম মাত্র ১৪ বলে ৩০ রান করে অপরাজিত ছিলেন। দুজনের অপরাজিত জুটি থেকে আসে ১৭ বলে ৩৬ রান।

চিটাগংয়ের শুরুটা হয় দারুণ। ওপেনিং জুটি থেকে আসে ৫৫ রান। ১৭ রানে পারভেজ হোসেন ইমন আউট হলে ভাঙে জুটি। এরপর ক্লার্ককে সঙ্গে নিয়ে উসমানের গড়া জুটি থেকে আসে ৩০ বলে ৫১ রান। উসমান তুলে নেন ফিফটি।

৩৩ বলে ৫৫ রান করে উসমান আউট হলে ভাঙে জুটি। এরপর ক্লার্কও ফেরেন ৩২ বলে ৩৯ রান করে ফিরলে কিছুটা চাপে পড়ে চিটাগং। শামীম-মিথুনের দারুণ ব্যাটিংয়ে চাপকে জয় করে ফেলে বন্দরনগরীর ফ্র্যাঞ্চাইজিটি। ঢাকার হয়ে ১টি করে উইকেট নেন মোস্তাফিজুর রহমান, ফরমানুল্লাহ ও মোসাদ্দেক হোসেন।

এর আগে, সাব্বিরের ব্যাটে ভর করে ১৭৮ রানের চ্যালেঞ্জ ছুঁড়ে ঢাকা। ৬ ছক্কা ১ চারে সাব্বির ফিফটির দেখা পেয়েছিলেন ২২ বলে। শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৩৩ বলে ৮২ রান করে। পুরো ইনিংসে ছক্কার মার ছিল ৯টি আর চার হাঁকিয়েছেন ৩টি। বিপিএলে সাব্বিরের সবশেষ ফিফটি ছিল ২০২০ সালের ১০ ডিসেম্বর। মাঝে ৩১ ম্যাচে কোনো ফিফটির দেখা পাননি।

শুরুতে উইকেট হারানোর পর তানজীদ হাসান তামিম এক প্রান্তে আগলে রেখে খেলতে থাকেন। ৪৮ বলে ৫৪ রান করেন তিনি। সাব্বিরের সঙ্গে ৩৫ বলে ৬৩ রানের জুটি ম্যাচের গতিপথ বাতলে দেয়। শেষ দিকে ফরমানুল্লাহর সঙ্গে জুটিতে আসে ১৭ বলে ৩০ রান। ফরমানুল্লাহ ৯ বলে ১০ রানে অপরাজিত ছিলেন।

ইংলিশ তারকা ব্যাটার জেসন রয় আউট হন মাত্র ১ রানে। মাঝে স্টিফেন এসকিনাজি ৫ ও শাহাদাত হোসেন আউট হন ৯ রানে। এদিন হাসেনি থিসারা পেরেরার ব্যাটও। তিনি আউট হন ১ রানে। চিটাগংয়ের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন খালেদ আহমেদ।