Saturday 26 April, 2025

টোল প্লাজায় যুবদলের হামলা ও ১৪ লাখ টাকা লুট

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: 10:36, 25 April 2025

টোল প্লাজায় যুবদলের হামলা ও ১৪ লাখ টাকা লুট

টোল প্লাজায় যুবদলের হামলা ও ১৪ লাখ টাকা লুট

লালমনিরহাটে যুবদলের নেতাকর্মীদের বিরুদ্ধে সড়ক সেতুর টোল প্লাজায় হামলা চালিয়ে ভাঙচুর ও কর্মীদের মারধর করে প্রায় ১৪ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় পাঁচ টোল কর্মী আহত হয়েছেন। যুবদলের নেতাকর্মীরা টোল কর্মীদের বেধড়ক মারধর করে ১৪ লাখ টাকা ছিনিয়ে নেয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

বুধবার রাত সাড়ে ৮টার দিকে এ হামলার ঘটনা ঘটে। বৃহস্পতিবার দুপুরে লালমনিরহাট সদর থানায় মামলা করেন টোল আদায়কারী প্রতিষ্ঠান মেসার্স রানা কনস্ট্রাকশনের পরিচালক মো. নাজমুল আলম।

মামলার অভিযোগে বলা হয়, দলীয় পরিচয় দিয়ে টোল না দেওয়া নিয়ে কথা-কাটাকাটির জেরে স্থানীয় যুবদল নেতা মাহফুজার রহমান ওরফে রাজুর (৪০) নেতৃত্বে প্রায় ৪০ জনের একটি দল টোল প্লাজায় হামলা চালায়। হামলাকারীরা দেশিয় অস্ত্র, দা, ছোরা ও রড নিয়ে মোটরসাইকেল ও অটোরিকশায় এসে টোল কর্মীদের মারধর করেন এবং দুটি ক্যাশ কাউন্টার থেকে মোট ১৪ লাখ টাকা ছিনিয়ে নেন।

মামলায় মাহফুজার রহমানসহ ১৫ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতপরিচয় আরও ২০–২৫ জনকে আসামি করা হয়েছে। প্রধান আসামি মাহফুজার রহমান গোকুণ্ডা ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং গোকুণ্ডা ইউনিয়নের মোস্তফি এলাকার বাসিন্দা।

টোল প্লাজার কর্মীদের ভাষ্যমতে, বিকেল ৩টার দিকে মাহফুজার ও তার সঙ্গে থাকা আরও দুই ব্যক্তি টোল না দিয়ে মোটরসাইকেল চালিয়ে যান। কর্মীরা তাদের থামানোর চেষ্টা করলে তারা রাজনৈতিক পরিচয়ে হুমকি দেন। রাতে তারা ফের এসে হামলা চালান।

এ সময় ক্যাশ কাউন্টার কর্মী জুয়েল ইসলামকে (৩৭) প্রথমে মারধর করে ৫ লাখ ৮০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। পরে টোল প্লাজার ম্যানেজার সুরুজ্জামানকে (৪০) মারধর করে আরও ৮ লাখ ২০ হাজার টাকা ছিনতাই করা হয়।

পুরো ঘটনার বিবরণ টোলপ্লাজার সিসিটিভি ক্যামেরায় ধারণকৃত রয়েছে, ফুটেজ কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হয়েছে বলে জানান টোল কর্মীরা।

আহতদের মধ্যে সুরুজ্জামান ও জুয়েল ইসলাম বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। মোসলেম উদ্দিন (৪০) ও আক্কাস আলীকে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।