
দরিদ্রদের জন্য বরাদ্দ সরকারি চাল আত্মসাৎ, বিএনপির নেতার কারাদণ্ড
কুমিল্লার লাকসামে দরিদ্রদের জন্য বরাদ্দ স্বল্পমূল্যের খাদ্যবান্ধব কর্মসূচির সরকারি চাল আত্মসাতের অভিযোগে রবিউল হোসেন রবু (৪৫) নামে এক বিএনপি নেতাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
২৩শে এপ্রিল, বুধবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের মোহাম্মদপুর বাজারসংলগ্ন এক আত্মীয়ের ঘর থেকে আত্মসাতের উদ্দেশ্যে রাখা ৩৫০ কেজি সরকারি চাল উদ্ধার করা হয়।
দণ্ডপ্রাপ্ত রবিউল হোসেন রবু গোবিন্দপুর পশ্চিমপাড়ার বাসিন্দা এবং মৃত সফি উল্লাহর ছেলে।
রবু গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক (চৈতি কালাম গ্রুপ)। তিনি মোহাম্মদপুর বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির দায়িত্বপ্রাপ্ত ডিলার ছিলেন।
স্থানীয়রা জানান, বুধবার বিকেলে পাশের বাড়ির এক চাচির ঘরে ‘ধান’ বলে চালগুলো গোপনে মজুদ করেন রবিউল। তার এই আচরণে সন্দেহ হলে স্থানীয়রা ৯৯৯-এ ফোন করে বিষয়টি কর্তৃপক্ষকে জানায়।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার হামিদের নেতৃত্বে একটি পুলিশ দল ঘটনাস্থলে অভিযান চালায় এবং চালগুলো উদ্ধার করে।
জিজ্ঞাসাবাদে রবিউল হোসেন স্বীকার করেন যে, চালগুলো তিনি বিতরণ না করে আত্মসাতের উদ্দেশ্যে গুদামজাত করেছিলেন।
ইউএনও কাউছার হামিদ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এছাড়া অভিযুক্ত ব্যক্তির ডিলার লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।