Tuesday 15 April, 2025

‘সরকারের ব্যর্থতাতেই ইসরায়েলবিরোধী বিক্ষোভে দেশব্যাপী ভাঙচুর-লুটপ

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: 22:42, 8 April 2025

‘সরকারের ব্যর্থতাতেই ইসরায়েলবিরোধী বিক্ষোভে দেশব্যাপী ভাঙচুর-লুটপ

‘সরকারের ব্যর্থতাতেই ইসরায়েলবিরোধী বিক্ষোভে দেশব্যাপী ভাঙচুর-লুটপ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ দেশব্যাপী ইসরায়েলবিরোধী বিক্ষোভে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় সরকারের ব্যর্থতা বলে মন্তব্য করেছেন।

সারাদেশে গতকাল বিভিন্ন স্থানে ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাটের ঘটনার নিন্দা জানিয়ে তিনি বলেন, “আমরা এ ঘটনায় নিন্দা জানিয়েছি। আমরা বলতে চাই, সরকার ও আইন-শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার কারণেই হামলা, ভাঙচুর ও লুটপাট হয়েছে।”

আজ, মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

অন্তবর্তী সরকারের উদ্দেশে বিএনপি নেতা সালাহ উদ্দিন বলেন, “আপনাদের উচিত ছিল আগে থেকেই এখানে সতর্কতা নিশ্চিত করা। তাহলে দেশের নামে এই বদনাম আমাদের হতো না। তাই সরকারের ব্যর্থতার কারণেই হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা উচিত।”

বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল বলেন, “যেসব রাষ্ট্র এমন গণহত্যার পরেও নিশ্চুপ হয়ে আছে, তাদের ধিক্কার জানাই।” অন্তবর্তী সরকারকে ইসরায়েলের বিরুদ্ধে আরো কঠোর হওয়ার দাবি জানান তিনি।

সমাবেশ সঞ্চালনা করেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন।