Monday 14 April, 2025

আওয়ামীপন্থি ৮৪ আইনজীবীকে কারাগারে প্রেরণ, ৯ জনের জামিন

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: 22:27, 6 April 2025

আওয়ামীপন্থি ৮৪ আইনজীবীকে কারাগারে প্রেরণ, ৯ জনের জামিন

আওয়ামীপন্থি ৮৪ আইনজীবীকে কারাগারে প্রেরণ, ৯ জনের জামিন

বৈষম্যবিরোধী ছাত্র (বৈছা) আন্দোলন কেন্দ্রিক সহিংসতা, ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় আওয়ামীপন্থি ৮৪ জন আইনজীবীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

৬ই এপ্রিল, রোববার ঢাকার মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিবের আদালত এই আদেশ দেন।

আত্মসমর্পণকারী মোট ৯৩ জনের মধ্যে ৯ জন আইনজীবীর জামিন মঞ্জুর করা হয়েছে, যাদের মধ্যে ৮ জনই নারী। অন্যদিকে বাকি ৮৪ জনের জামিন আবেদন নামঞ্জুর করে তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

ঢাকা আইনজীবী সমিতির সভাপতি খোরশেদ মিয়া আলম জানান, আসামিপক্ষ জামিনের আবেদন করলে রাষ্ট্রপক্ষ তাতে বিরোধিতা করে। আদালত শুনানি শেষে ৯ জনের জামিন মঞ্জুর করেন।

এর আগে সকালে অভিযুক্ত আইনজীবীরা আইনজীবীর মাধ্যমে আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। দুপুর ৩টা ৩০ মিনিট থেকে শুনানি শুরু হয় এবং বিকেল ৫টার পর রায় ঘোষণা করা হয়।