Wednesday 02 April, 2025

চাঁদা আদায় নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২০

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: 21:14, 11 March 2025

চাঁদা আদায় নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২০

চাঁদা আদায় নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২০

সুনামগঞ্জের সীমান্ত উপজেলা মধ্যনগরে কয়লা, বালু-পাথরবাহী ট্রাক থেকে চাঁদা আদায় নিয়ে স্থানীয় বিএনপির দুই পক্ষের একজন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন।সোমবার রাতে উপজেলার মহেশখলা বাজারে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি মোহাম্মদ আলী (৬০) বিএনপির কর্মী বলে জানিয়েছেন স্থানীয়রা।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, তাহিরপুর থেকে সীমান্ত সড়ক হয়ে মহেশখলার ভিতর দিয়ে ট্রাকে করে কয়লা, বালু পাথর পরিবহন করা হয়। এসব ট্রাক থেকে বিএনপি ও যুবদলের স্থানীয় দুটি গ্রুপের কিছু লোক চাঁদা আদায় করছিল।

এ নিয়ে উপজেলার সাউদপাড়ার বাসিন্দা স্থানীয় বিএনপি নেতা হযরত আলী, তার ভাই উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মুক্তার হোসেন এবং হোসেনপুর গ্রামের বাসিন্দা ছাত্রদল নেতা হারুন মাহমুদ ও বিএনপি নেতা দেলোয়ার হোসেন এর লোকদের মধ্যে দ্বন্ধ চলে আসছে।

সোমবার দুপুরেও চাঁদার টাকার ভাগাভাগি নিয়ে দুই পক্ষের মধ্যে সালিশ বৈঠক বসে। কিন্তু সমাধান না হওয়ায় সোমবার রাত ৮টার দিকে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। এসময় প্রতিপক্ষের ইট পাটকেলের আঘাতে মোহাম্মদ আলী (৬০) নামের বিএনপির এক কর্মী নিহত হন। উভয় পক্ষের আহত হন অন্তত ১৫ জন।

এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করায় একজন সহকারি পুলিশ সুপার ও থানার ওসির নেতৃত্বে পুলিশ মোতায়েন করা হয়েছে।

মধ্যনগর থানার ওসি সজিব রহমান বলেন, এখন পরিস্থিতি শান্ত আছে। সংঘর্ষ ও হতাহতের ঘটনায় কোন পক্ষ এখনো মামলা দায়ের করেনি। তবে মামলার প্রস্তুতি চলছে।

সুনামগঞ্জ পুলিশ সুপার তোফায়েল আহমেদ জানান, বালু-পাথরের ট্রাক থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষে সংঘর্ষে ইট পাটকেলের আঘাতে এক বৃদ্ধ মারা গেছেন। আহত হয়েছেন কয়েকজন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করায় পুলিশ মোতায়েন করা হয়েছে।