
১০ কোটি টাকা ও এমপি পদের প্রলোভনে বিক্রি গণঅধিকারের ২০ নেতাকর্মী
গণ অধিকার পরিষদের অন্তত ২০ জন নেতা-কর্মীকে ১০ কোটি টাকা ও এমপি বানানোর প্রলোভনে বাগিয়ে নিয়েছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। এমন অভিযোগ করেছে গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।
বুধবার দেশের একটি গণমাধ্যমে এমন দাবি করেন তিনি।
নুরুল হক অভিযোগ করে বলেন, নতুন দলের উদ্যোক্তারা আমাদের দলের অনেককে তাদের দলে যোগ দেওয়ার জন্য ১০ কোটি টাকা ও এমপি বানানোর অফার দিয়েছেন। এনসিপির নেতাদের পাশাপাশি এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত কোনো উপদেষ্টার পক্ষ থেকে এ ধরনের প্রলোভন দেখিয়েছেন। এর কারণে আমাদের কয়েকজনের মধ্যে দ্বিধা ছিল।
নুরুল দাবি করেন, তার দলের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফসহ কয়েকজনকে এভাবে বিভ্রান্ত ও ‘ব্ল্যাকমেল’ করে এনসিপিতে নেওয়া হয়েছিল। কিন্তু পরে তারা ভুল বুঝতে পেরে গণ অধিকার পরিষদে ফিরে এসেছেন।