Tuesday 04 March, 2025

ছাত্রলীগের সঙ্গে জড়িত থাকায় বুয়েটের ৮ শিক্ষার্থী আজীবন বহিষ্কার

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: 23:40, 4 February 2025

ছাত্রলীগের সঙ্গে জড়িত থাকায় বুয়েটের ৮ শিক্ষার্থী আজীবন বহিষ্কার

ছাত্রলীগের সঙ্গে জড়িত থাকায় বুয়েটের ৮ শিক্ষার্থী আজীবন বহিষ্কার

ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ৮ শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এছাড়াও আরও ৫২ শিক্ষার্থীকে বহিষ্কার ও শোকজ করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ তারা রাজনীতি নিষিদ্ধ বুয়েট ক্যাম্পাসে ছাত্র রাজনীতি ফেরাতে তৎপর ছিল।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) তাদের বিষয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন বুয়েটের ছাত্রকল্যাণের পরিচালক সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. এ কে এম মাসুদ। তবে শাস্তি পাওয়া কারো নাম প্রকাশ করা হয়নি।

ড. এ কে এম মাসুদ বলেন, “শিক্ষার্থীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে বুয়েট প্রশাসন তদন্ত কমিটি গঠন করে। অভিযোগ যাচাই-বাছাই করে দেখা গেছে, অভিযুক্তরা বিশ্ববিদ্যালয়ের যে আইন রয়েছে, সেটি লঙ্ঘন করেছেন। এ জন্য আট শিক্ষার্থীকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। আরও ১২ জনকে ৪ থেকে ৬ সেমিস্টার/টার্মের জন্য বহিষ্কার করা হয়েছে। তাদের সাজা আজ থেকে কার্যকর হচ্ছে।