
বরের পিতা আওয়ামী লীগ নেতা, চট্টগ্রামে বিয়ের অনুষ্ঠানে `মব` তাণ্ডব
বাংলাদেশের চট্টগ্রামে নৌ বাহিনীর একটি কনভেনশন সেন্টারে স্থানীয় একজন আওয়ামী লীগ নেতার ছেলের বিয়েতে 'ছাত্র পরিচয়ে' হামলার পর ওই নেতাকেই আটক করেছে পুলিশ। হামলার সময় নারী অতিথিদের 'হেনস্থার'ও অভিযোগ উঠেছে।
হামলার ঘটনার যেসব ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে তাতে দেখা যাচ্ছে প্রথমে হামলাকারীরা তাণ্ডব চালাচ্ছে। পরে তাদের কেউ কেউ উপস্থিত লোকজন ও নৌ বাহিনী সদস্যদের লাঠিপেটার শিকার হয়েছেন।
এক পর্যায়ে পুলিশ ও নৌ বাহিনী সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর বরের পিতা ফখরুল আনোয়ারকে আটক করে। তিনি চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক বলে জানা গেছে।
"ফখরুল আনোয়ারের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা আছে। তাকে আমরা সেই মামলাতেই আটক করেছি," বিবিসি বাংলাকে রবিবার জানিয়েছেন চট্টগ্রাম মহানগর পুলিশের ডিসি (নর্থ) ফয়সাল আহম্মেদ। তবে মামলাটি কি ধরনের সে সম্পর্কে তিনি তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানাতে পারেন নি।
এদিকে চট্টগ্রামের এই ঘটনাকে কেন্দ্র করে পাল্টাপাল্টি প্রচারণা চলছে সামাজিক মাধ্যমে। এক পক্ষ বলছে বিয়ের অনুষ্ঠানে হামলা হয়েছে। আর অন্যপক্ষ 'কথিত ছাত্রদের' লাঠিপেটার সাথে জড়িতদের শাস্তি দাবি করছে।
স্থানীয় বেশ কয়েকজনের সাথে কথা বললেও তারা অনুষ্ঠানে হামলাকারীদের পরিচয় সম্পর্কে বলতে অপারগতা প্রকাশ করেছেন। এমনকি বর ও কনের পরিবারও এ বিষয়ে কথা বলতে রাজি হয়নি।
বিবিসি