Monday 27 January, 2025

যশোরে আ’লীগ নেতার প্রকাশ্যে ‘জয় বাংলা’ স্লোগান

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: 23:02, 25 January 2025

যশোরে আ’লীগ নেতার প্রকাশ্যে ‘জয় বাংলা’ স্লোগান

যশোরে আ’লীগ নেতার প্রকাশ্যে ‘জয় বাংলা’ স্লোগান

‘জয় বাংলা’ স্লোগানে যশোর শহরে প্রকাশ্যে মিছিল করায় যশোর আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক শেখ আতিকুর বাবু’কে আটক করা হয়েছে।

শুক্রবার(২৪ জানুয়ারী) সকালে ঢাকার তেজকুনি পাড়ার আত্মীয়ের বাসা থেকে ডিবি পুলিশের একটি দল আটক করে। তবে ডিবি পুলিশ শেখ আতিকুর বাবু’কে আটকের বিষয়টি নিশ্চিত করেনি।

গত ১৩ জানুয়ারী দুপুরে যশোর শহরের প্রাণকেন্দ্র কোর্টপাড়া থেকে দড়াটানা পর্যন্ত জেলা আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক শেখ আতিকুর বাবু’র নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিএনপির অফিস পোড়ানোর মামলায় হাজিরা দিয়ে জজকোর্ট থেকে বের হয়ে যশোর শহরের প্রাণকেন্দ্র দঁড়াটানা মোড়ে গিয়ে মিছিল শেষ হয়।

এসময় মিছিল থেকে স্লোগান উঠে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘আজকের এই দিনে মুজিব তোমায় মনে পড়ে’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’।

সেসময় জেলা আ’লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক শেখ আতিকুর বাবু বলেন, যশোর শহরের প্রাণকেন্দ্রে অবৈধ ইউনূস সরকারের বিরুদ্ধে প্রথম মিছিল এটি। মূলত ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন করায় আমাদের বিরুদ্ধে বিএনপি ভুয়া মামলা দিয়েছে।