Friday 24 January, 2025

অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করলেন ফখরুল

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: 23:09, 23 January 2025

অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করলেন ফখরুল

অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করলেন ফখরুল

অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে এবার প্রশ্ন তুলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার মতে, বেশ কিছু বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা পালন করতে পারছে না। বৃহস্পতিবার ২৩শে জানুয়ারি দুপুরে জাতীয় প্রেস ক্লাবে শহীদ আসাদ দিবস উপলক্ষে এক আলোচনা সভায় মির্জা ফখরুল এই প্রশ্ন তোলেন।

সভায় বিএনপি মহাসচিব বলেন, আমি এ কথা গতকালও বলেছি, আমাকে একজন সাংবাদিক এ নিয়ে প্রশ্ন করেছেন। অন্তর্বর্তী সরকার যদি নিরপেক্ষ না থাকে তাহলে একটা নিরপেক্ষ সরকার দরকার হবে নির্বাচনের সময়ে।

ফখরুল বলেন, আমি কথাটা বলছি, এর কারণও আছে। আমরা দেখছি যে, বেশ কিছু বিষয়ে অন্তবর্তী সরকার নিরপেক্ষতা পালন করতে পারছেন না। আমি অনুরোধ করব…আমি প্রত্যাশা করব… আমি আশা করি, অন্তর্বর্তী সরকার তাদের সেই নিরপেক্ষতা পালন করবেন এবং দেশে যে সংকট আছে সেই সংকট থেকে দেশকে মুক্ত করতে তারা কাজ করবেন।

সভায় সভাপতিত্ব করেন শিক্ষাবিদ অধ্যাপক মাহবুব উল্লাহ।

ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান রিজুর সঞ্চালনায় সেখানে বক্তব্য রাখেন- বিএনপির উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান, জহির উদ্দিন স্বপন, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার একাংশের সভাপতি খন্দকার লুফুর রহমান, অপর অংশের সাধারণ সম্পাদক আসাদুর রহমান খান আসাদ, শহীদ আসাদের ছোট ভাই আজিজুল্লাহ এম নুরুজ্জামান নূর।