‘শিষ্যদের’ মব থামাতে বললেন মাহফুজ আলম
মব বা দলবদ্ধ বিশৃঙ্খলা বন্ধ করার আহ্বান জানিয়ে নিজ দলের নেতাকর্মী-শিষ্যদের প্রতি কড়া বার্তা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেছেন, ‘অভ্যুত্থানের পক্ষে হলে মব করা বন্ধ করেন, আর যদি মব করেন, তাইলে আপনাদেরও ডেভিল (শয়তান) হিসেবে ট্রিট (গণ্য) করা হবে।’
Monday, 10 February 2025, 23:05