Tuesday 29 April, 2025

দূর্নীতির অভিযোগে এবার সরানো হলো সেতু উপদেষ্টার পিএসকে

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: 23:22, 28 April 2025

দূর্নীতির অভিযোগে এবার সরানো হলো সেতু উপদেষ্টার পিএসকে

দূর্নীতির অভিযোগে এবার সরানো হলো সেতু উপদেষ্টার পিএসকে

দূর্নীতির অভিযোগে সেতু, রেল ও বিদ্যুৎ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের একান্ত সচিব মুহাম্মাদ হাসনাত মোর্শেদ ভূঁইয়াকে সরিয়ে দেওয়া হয়েছে। আর্থিক অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ওঠার পর তাকে গত ৬ এপ্রিল বাণিজ্য মন্ত্রণালয়ে বদলি করা হয়।

২৮তম বিসিএস প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা গত বছরের ১৮ আগস্ট উপদেষ্টার পিএস হিসেবে নিয়োগ পান। দায়িত্ব গ্রহণের মাত্র আট মাসের মাথায় তাকে সরানো হয়। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, বিদ্যুৎ, জ্বালানি ও রেল খাতে আর্থিক লেনদেনসহ নানা অনিয়মের অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে।

সূত্রগুলো বলছে, মন্ত্রণালয়ের নানা বিষয়ে একচ্ছত্র ক্ষমতা প্রদর্শন এবং সুবিধা আদায়ের অভিযোগের বিষয়টি উপদেষ্টার নজরে আসার পর দ্রুত ব্যবস্থা নেওয়া হয়।

তবে মুহাম্মাদ হাসনাত মোর্শেদ ভূঁইয়া অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, এটি ‘রুটিন বদলি’। তার ভাষায়, “পিএস হয়ে কাজ শেখা যায় না। তাই বদলি করা হয়েছে। আমার বিরুদ্ধে কোথাও কোনো অনিয়মের রিপোর্ট হয়নি।”

এদিকে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সহকারী একান্ত সচিব (এপিএস) মো. মোয়াজ্জেম হোসেন এবং স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তা (পিও) ছাত্র প্রতিনিধি তুহিন ফারাবিকেও দুর্নীতির অভিযোগে সরানো হয়েছে।

দুর্নীতি দমন কমিশন (দুদক) জানিয়েছে, মোয়াজ্জেম হোসেন ও তুহিন ফারাবির বিরুদ্ধে সম্পদ অর্জন ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে গোয়েন্দা তদন্ত শুরু হয়েছে। দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন বলেন, প্রাথমিক তথ্যের ভিত্তিতে অনুসন্ধান চলছে। তবে হাসনাত মোর্শেদের বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক অনুসন্ধান শুরু হয়নি।

সরকারের অন্তর্বর্তী সময়ের উপদেষ্টাদের দপ্তরে এমন একের পর এক দুর্নীতির অভিযোগ প্রশাসনে উদ্বেগ তৈরি করেছে।