
সাবেক মন্ত্রী আনিসুলে হকের উপর বিএনপির আইনজীবীদের হামলা
নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গণে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে আইনজীবীদের মারধরের শিকার হতে হয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। সোমবার বিকেল পৌনে ৩টার দিকে এ ঘটনা ঘটে। বিএনপির আইনজীবীরা এই হামলা করেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান। প্রিজন ভ্যানে ওঠানোর পরও আদালত চত্বরে বিএনপিপন্থি আইনজীবীরা স্লোগান অব্যাহত রাখেন। হামলার নেতৃত্বে ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, জেলা আইনজীবী সমিতির সভাপতি সরকার হুমায়ূন কবির ও সাধারণ সম্পাদক আনোয়ার প্রধান। আদালত চত্বরে আইনজীবী কর্তৃক মামলার আসামী ও দেশের একজন প্রশিদ্ধ আইনজীবীর উপর হামলার ঘটনায় অবাক হয়েছেন দেশবাসী।
আদালত পুলিশের পরিদর্শক মো. কাইউম খান জানান, বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত হাফেজ সোলাইমান হত্যা মামলায় রিমান্ড শুনানির জন্য তাকে জ্যেষ্ঠ বিচারিক হাকিম মঈনুদ্দিন কাদিরের আদালতে হাজির করা হয়। এ সময় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) সাত দিনের রিমান্ড আবেদন করে, তবে শুনানি শেষে বিচারক চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
শুনানি চলাকালে আদালতের বাইরে বিএনপিপন্থি আইনজীবীরা ‘আনিসুল হকের ফাঁসি চাই’ স্লোগান দেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শী গণমাধ্যমকর্মীরা। শুনানি শেষে এজলাস থেকে বের হওয়ার সময় আদালতের প্রবেশ মুখে তাকে চড়-থাপ্পড় দেন বিএনপির কিছু আইনজীবী। ঘটনার সময় আনিসুল হকের মাথায় পুলিশের একটি হেলমেট ছিল।
ঘটনাস্থলে দায়িত্বরত পুলিশ সদস্যরা পরিস্থিতি সামাল দিতে তৎপর হন এবং দ্রুত তাকে আদালতের বারান্দা পেরিয়ে প্রিজন ভ্যানে তুলে দেন।
এ সময় গণমাধ্যমকর্মীদের ধারণকৃত ভিডিওতেও দেখা যায়, এজলাসের প্রবেশ মুখে আনিসুল হককে চড়-থাপ্পড় দেওয়া হচ্ছে।
জেলা আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান বলেন, “এজলাস থেকে বের হওয়ার সময় কিছু বিশৃঙ্খলা দেখা দেয়। তবে কেউ চড়-থাপ্পড় দিয়েছে কি না, তা আমার চোখে পড়েনি।”
এ বিষয়ে জেলা আইনজীবী সমিতির সভাপতি সরকার হুমায়ূন কবির বলেন, “আমরা শুধু ফাঁসির দাবিতে মিছিল করেছি। মারধরের সঙ্গে আইনজীবীরা জড়িত নয়। এটি করেছেন সাধারণ মানুষ, যারা ক্ষোভে ফেটে পড়েছে।”