Saturday 26 April, 2025

পোপ ফ্রান্সিসের মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা বাংলাদেশে

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: 10:40, 25 April 2025

পোপ ফ্রান্সিসের মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা বাংলাদেশে

পোপ ফ্রান্সিসের মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে বাংলাদেশে

খ্রিস্টান ধর্মাবলম্বীদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিসের মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার।

গতকাল ২৪শে এপ্রিল, বৃহস্পতিবার থেকে ২৬শে এপ্রিল, শনিবার পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে এই শোক পালন করা হচ্ছে বলে গতকাল মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকার এই মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, ক্যাথলিক চার্চের প্রধান এবং ভ্যাটিকান সিটি স্টেটের রাষ্ট্রপ্রধান হিজ হলিনেস পোপ ফ্রান্সিসের মৃত্যুতে ২৪শে এপ্রিল, বৃহস্পতিবার থেকে ২৬শে এপ্রিল, শনিবার পর্যন্ত তিনদিন রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, এ উপলক্ষে বৃহস্পতিবার থেকে ৩ দিন বাংলাদেশের সব সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বাংলাদেশে বিদেশি মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে এবং তার বিদেহি আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

এর আগে, গত ২১শে এপ্রিল, সোমবার একজন পোপ ফ্রান্সিস ৮৮ বছর বয়সে মারা যান। তার মৃত্যুতে বিশ্বব্যাপী খ্রিস্ট ধর্মাবলম্বীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

জানা যায়, চলতি বছরের শুরুতে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে পোপ ফ্রান্সিস দুইবার মৃত্যুর কাছাকাছি চলে যান। গত ২৩শে মার্চ হাসপাতাল থেকে ছাড় পাওয়ার আগে তাকে সেখানে ৩৮ দিন থাকতে হয়েছিল। গত ১৩ই এপ্রিল পবিত্র ইস্টার সানডে উপলক্ষে দেওয়া বাণীতে তিনি গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছিলেন।

উল্লেখ্য, ২০১৩ সালের ১৩ই মার্চ পোপ নির্বাচিত হন জর্জ মারিও বার্গোগ্লিও। পোপ হিসেবে নির্বাচিত হবার পর বিধি অনুসারে নাম পরিবর্তন করে রাখা হয় ফ্রান্সিস। আর্জেন্টিনার এই ধর্মযাজক দরিদ্রদের প্রতি সহমর্মিতার জন্য বেশ পরিচিত ছিলেন।