Saturday 26 April, 2025

বৈষম্যবিরোধীদের ছায়ায় সন্ত্রাসের রাজত্ব, অভিযোগ ছাত্রদলের

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: 22:38, 21 April 2025

বৈষম্যবিরোধীদের ছায়ায় সন্ত্রাসের রাজত্ব, অভিযোগ ছাত্রদলের

বৈষম্যবিরোধীদের ছায়ায় সন্ত্রাসের রাজত্ব, অভিযোগ ছাত্রদলের

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী প্ল্যাটফর্মের ব্যানারে ছাত্রলীগকে ‘পুনর্বাসনের অপচেষ্টা’ চলছে বলে অভিযোগ করেছে ছাত্রদল। তারা দাবি করেছে, এই প্ল্যাটফর্মের ছায়ায় ক্যাম্পাসে ফের সন্ত্রাসের রাজত্ব ফিরিয়ে আনার চেষ্টা হচ্ছে।

২১শে এপ্রিল, সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে আয়োজিত এক মানববন্ধনে ছাত্রদল নেতারা এ দাবি তোলেন।

গত শনিবার বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ ছুরিকাঘাতে নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে এই মানববন্ধনের আয়োজন করা হয়। পারভেজকে তাদের ‘কর্মী’ দাবি করে ছাত্রদল বলছে, এই হত্যাকাণ্ডের পেছনে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের’ নেতারা এবং বাহিরাগত গ্যাং জড়িত।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, “সাধারণ শিক্ষার্থীদের বেশে বৈষম্যবিরোধী ব্যানারের মাধ্যমে ছাত্রলীগের পুনর্বাসন প্রক্রিয়া চলছে। এটা সহ্য করা হবে না।”

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, কিন্তু ক্যাম্পাসে সন্ত্রাসের পুনরাবৃত্তি হলে কঠোর অবস্থান নিতে ছাত্রদল দ্বিধা করবে না।”

ছাত্রদলের অভিযোগ, বৈষম্যবিরোধী প্ল্যাটফর্মকে ব্যবহার করে সরকারের অনুগতরা আবার ক্যাম্পাসে আধিপত্য বিস্তারের চেষ্টা করছে।

সংগঠনটির সহ-সভাপতি আনিসুর রহমান খন্দকার অনিক বলেন, “গত ১৫ বছরে এমন এক মেশিন ছিল, যেখানে যুদ্ধাপরাধী ঢুকে মুক্তিযোদ্ধা হতো। এখন নতুন মেশিন তৈরি হয়েছে— আওয়ামী লীগ হয়ে ঢুকে সমন্বয়ক হয়ে বের হয়।”

তিনি বলেন, “৫ই আগস্ট পূর্ববর্তী সময়ের মতো এখন আবার সন্ত্রাসের পরিবেশ তৈরি করা হচ্ছে। বৈষম্যবিরোধী প্ল্যাটফর্ম এখন আর সার্বজনীন নেই, এটি একটি পক্ষের হাতে চলে গেছে। অবিলম্বে এই প্ল্যাটফর্ম বিলুপ্ত করতে হবে।”

সরকারি দপ্তরে ছাত্র প্রতিনিধি হিসেবে যারা রয়েছেন, তাদের পদত্যাগের আহ্বান জানিয়ে ছাত্রদল নেতা শিপন বলেন, “কোনো অনির্বাচিত প্রতিনিধি আমরা মানি না। এর বিরুদ্ধে ছাত্রসমাজ অবস্থান নেবে।”

তবে বৈছা আন্দোলন ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে ছাত্রদলের অভিযোগ অস্বীকার করেছে। তারা বলছে, পারভেজ হত্যাকাণ্ডের সঙ্গে তাদের কেউ জড়িত নয় এবং ছাত্রদল মিথ্যা প্রচার চালাচ্ছে।