
মার্চে মূল্যস্ফীতি বেড়ে ৯.৩৫ শতাংশ
দেশে গত ডিসেম্বর মাস থেকে মূল্যস্ফীতির নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। তিন মাস পর মার্চে ফের মূল্যস্ফীতি বেড়েছে। চলতি বছরের মার্চ মাসে দেশের মূল্যস্ফীতি কিছুটা বেড়ে ৯.৩৫ শতাংশে পৌঁছেছে। এর আগের মাস ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতি ছিল ৯.৩২ শতাংশ।
আজ ৮ই এপ্রিল, মঙ্গলবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত মূল্যস্ফীতির হালনাগাদ তথ্যে বিষয়টি উঠে এসেছে।
দেশে গত ডিসেম্বর মাস থেকে মূল্যস্ফীতির নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। তিন মাস পর মার্চে ফের মূল্যস্ফীতি বেড়েছে। বিবিএসের তথ্যানুযায়ী, মার্চে খাদ্য মূল্যস্ফীতি কমে ৮.৯৩ শতাংশ হয়েছে, যা এর আগের মাসে ছিল ৯.২৪ শতাংশ।
অন্যদিকে, মার্চে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি বেড়ে ৯.৭০ শতাংশে পৌঁছেছে, যা ফেব্রুয়ারিতে ছিল ৯.৩৮ শতাংশ। গ্রাম ও শহর উভয় স্থানেই খাদ্য মূল্যস্ফীতি কিছুটা কমেছে। তবে বেড়েছে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি। যদিও বলা হচ্ছে সবজির দাম কম, তবে বাজারের চিত্র সম্পূর্ণ বিপরীত।