
২৬ মার্চ, মহান স্বাধীনতা দিবসে সুনামগঞ্জে জেলা মুক্তিযোদ্ধা সংসদের পুষ্পস্তবক একাই অর্পণ করেছেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। মুক্তিযোদ্ধারা বর্জন করায় জেলা প্রশাসক প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে মুক্তিযোদ্ধা সংসদের নামে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন। তবে মুক্তিযোদ্ধারা তালা ভেঙ্গে একাত্তরে তাদের তৈরি শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি দিয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, জেলা প্রশাসক হিসেবে পুষ্পস্তবক অর্পণের পর যখন মুক্তিযোদ্ধা সংসদের পুষ্পস্তবক অর্পণ করতে যান, তখন বীর মুক্তিযোদ্ধাদের খোঁজ করেন জেলা প্রশাসক। এ সময় কোনো মুক্তিযোদ্ধাকে পাওয়া যায়নি। পরে জেলা প্রশাসক প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে মুক্তিযোদ্ধা সংসদের নামে পুষ্পস্তবক অর্পণ করেন।
স্বাধীনতার পর থেকে বীর মুক্তিযোদ্ধারা তাদের তৈরি সুনামগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারেই শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে আসছিলেন। কিন্তু এবার জেলা প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে ১৯৭১ সালে মুক্তিযোদ্ধাদের তৈরি শহীদ মিনারের বদলে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শহীদ স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হবে। ফলে জেলা প্রশাসনের এই সিদ্ধান্ত না মেনে বীর মুক্তিযোদ্ধারা একাত্তরে তাদের তৈরি শহীদ মিনারেই শ্রদ্ধা জানিয়েছেন। তবে ডিএস রোডে তাদের তৈরি শহীদ মিনারটি এদিন তালাবদ্ধ রাখায় তারা ক্ষোভ প্রকাশ করেন। শেষে তালা ভেঙ্গেই শ্রদ্ধা অর্পণ করেন বীর মুক্তিযোদ্ধারা।
মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল মোমেন বলেন, “আমাদেরকে তাঁরা (জেলা প্রশাসন) জানিয়েছেন, ওখানে (কালেক্টরেট চত্বরে) ফুল দেয়ার কথা। কিন্তু আমরা বলেছিলাম, আমরা আমাদের নিজদের গড়া শহীদ মিনারে ফুল দেব। পুরাতন শহীদ মিনার মুক্তিযোদ্ধারা নিজের হাতে তৈরি করেছেন। এই স্মৃতি সংরক্ষণের জন্য আমরা পুরাতন শহীদ মিনারে ফুল দিয়েছি।”