Monday 31 March, 2025

ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় ৯৪ শতাংশই অকৃতকার্য!

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: 23:23, 24 March 2025

ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় ৯৪ শতাংশই অকৃতকার্য!

ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় ৯৪ শতাংশই অকৃতকার্য!

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। আজ ২৪শে মার্চ, সোমবার সন্ধ্যায় এ ফল প্রকাশ করা হয়।

ফলাফল প্রকাশের পর দেখা গেছে পরীক্ষায় পাসের হার মাত্র ৫.৯৩ শতাংশ। অন্যদিকে ৯৪ শতাংশের বেশি পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছেন।

এ বছর বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন ১ লাখ ২০ হাজার ৪৮৮ জন শিক্ষার্থী। যার মধ্যে পাস করেছেন মাত্র ৭ হাজার ৪৩৭ জন শিক্ষার্থী। এর মধ্যে বিজ্ঞান শাখায় ৬ হাজার ৯২২ জন, মানবিক শাখায় ৩৯৩ জন এবং ব্যবসায় শিক্ষা শাখায় ১২২ জন পাস করেছেন।

বিশ্ববিদ্যালয় সূত্র বলছে, এই ইউনিটে মোট আসন সংখ্যা ১ হাজার ৮৯৬টি। এতে বিজ্ঞান শাখার জন্য ১ হাজার ৮২০টি, মানবিক শাখার জন্য ৫১টি এবং ব্যবসায় শিক্ষা শাখার জন্য ২৫টি আসন বরাদ্দ রয়েছে।

প্রসঙ্গত, পরীক্ষার বিস্তারিত ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে। এছাড়া, টেলিটক, রবি, এয়ারটেল ও বাংলালিংক মোবাইল নম্বর থেকে DU SCI ˂roll no˃ টাইপ করে ১৬৩২১ নম্বরে send করে ফিরতি SMS-এ ফলাফল জানা যাবে।