Wednesday 02 April, 2025

প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিলম্বিত সাক্ষাৎ

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: 23:21, 19 March 2025

প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিলম্বিত সাক্ষাৎ

প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিলম্বিত সাক্ষাৎ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

সাক্ষাতের সময় সেনাপ্রধান দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি এবং সেনাবাহিনীর চলমান কার্যক্রম সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। এছাড়া, দেশের উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য সেনাবাহিনী কর্তৃক গৃহীত বিভিন্ন উদ্যোগ নিয়েও আলোচনা হয়।

আলোচনার একপর্যায়ে, সেনাপ্রধান তার সাম্প্রতিক সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক সফরের বিষয়ে প্রধান উপদেষ্টাকে জানান। তিনি আশা প্রকাশ করেন যে, এই সফর দুই দেশের সম্পর্ক উন্নয়ন ও সামরিক সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এছাড়া, সেনাপ্রধান সদ্য সমাপ্ত বিবিধ বঞ্চিত সেনা কর্মকর্তাদের সুবিচার নিশ্চিতকরণ সংক্রান্ত উচ্চপদস্থ পর্ষদের মূল্যায়ন ও সুপারিশ, এবং বিভিন্ন কারণে চাকরিচ্যুত জেসিও ও অন্যান্য পদবীর সেনা সদস্যদের চলমান উচ্চপদস্থ পর্ষদের অগ্রগতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন।

প্রসঙ্গত, সেনাপ্রধান গত ৬ মার্চ সেন্ট্রাল আফ্রিকা সফর শেষে দেশে ফিরেছেন। যদিও তার ৭ মার্চ ফেরার কথা ছিল, সেদিন ঢাকায় নিষিদ্ধ ঘোষিত হিযবুত তাহরীরের খেলাফত সমাবেশ অনুষ্ঠিত হয়। একদিন আগে দেশে ফিরে আসা এবং সেনাবাহিনীতে সম্ভাব্য অস্থিরতার গুঞ্জন নিয়ে মিডিয়ায় নানা আলোচনা হয়। প্রোটোকল অনুযায়ী, সেনাপ্রধানের বিদেশ সফর থেকে ফিরে প্রেসিডেন্ট বা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করার কথা থাকলেও, এবার তা প্রথমবারের মতো বিলম্বিত হয়। ফিরে আসার প্রায় ১৩ দিন পর প্রধান উপদেষ্টার সঙ্গে এই সাক্ষাৎ রাজনৈতিক বিশ্লেষকদের দৃষ্টি আকর্ষণ করেছে।

এছাড়া, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত ছাত্র-জনতার চিকিৎসায় সেনাবাহিনী কর্তৃক গৃহীত পদক্ষেপ সম্পর্কেও প্রধান উপদেষ্টাকে জানানো হয়।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সেনাবাহিনীর ভূমিকা ও অবদানের প্রশংসা করেন এবং ভবিষ্যৎ কার্যক্রমের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি আশা প্রকাশ করেন যে, দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনী তাদের পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন অব্যাহত রাখবে।

উল্লেখ্য, প্রধান উপদেষ্টার চীন সফরের আগে এটিই সেনাপ্রধানের সঙ্গে তার শেষ সাক্ষাৎ।