Wednesday 02 April, 2025

ময়মনসিংহে পুকুর থেকে ৬০ রাউন্ড গুলি উদ্ধার

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: 21:51, 15 March 2025

ময়মনসিংহে পুকুর থেকে ৬০ রাউন্ড গুলি উদ্ধার

ময়মনসিংহে পুকুর থেকে ৬০ রাউন্ড গুলি উদ্ধার

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় একটি পুকুর থেকে ৬০ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৫ মার্চ) দুপুরে ধোবাউড়া উপজেলার গোয়াতলা ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের এক বাড়ির পাশের পুকুর এসব গুলি উদ্ধার করা হয়।

ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল মামুন সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার সকাল থেকে গোবিন্দপুর গ্রামের তালুকদার বাড়ির একটি পুকুর থেকে ড্রেজার মেশিন দিয়ে মাটি উত্তোলন করা হচ্ছিল। মাটি উত্তোলনের একপর্যায়ে পুকুরে অনেকগুলো গুলি পড়ে থাকতে দেখেন শ্রমিকরা। স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ সেগুলো উদ্ধার করে নিয়ে আসে।

ওসি বলেন, গুলিগুলো পুরাতন। কতদিন আগে এগুলো পুকুরে ফেলা হয়েছে, তা নিশ্চিত করে বলা সম্ভব নয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে বলা যাবে, এগুলো ব্যবহারের উপযুক্ত কি না। তবে স্থানীয়রা জানিয়েছেন, এর আগেও তারা এ এলাকায় গুলি পেয়েছেন। সেগুলো মুক্তিযুদ্ধকালীন সময়ের গুলি ছিল।