Wednesday 02 April, 2025

জাতীয় ঐক্যমত্য কমিশনে মতামত প্রদানে আওয়ামী-বিরোধী দলগুলোর অনীহা

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: 20:39, 14 March 2025

জাতীয় ঐক্যমত্য কমিশনে মতামত প্রদানে আওয়ামী-বিরোধী দলগুলোর অনীহা

জাতীয় ঐক্যমত্য কমিশনে মতামত প্রদানে আওয়ামী-বিরোধী দলগুলোর অনীহা

ইউনূসের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যমত্য কমিশনে মতামত প্রদানের আহ্বানে সাড়া দেয়নি আওয়ামী লীগ-বিরোধী ৩৭টি রাজনৈতিক দলের মধ্যে ৩০টি।

গত ৬ মার্চ পাঁচটি সংস্কার কমিশনের সুপারিশের ওপর ভিত্তি করে এই দলগুলোর কাছে মতামত চাওয়া হলেও, বৃহস্পতিবার (১৩ মার্চ) পর্যন্ত মাত্র ৭টি দল তাদের মতামত জানিয়েছে। এদিকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-সহ ১৬টি দল পূর্ণাঙ্গ মতামত প্রদানের জন্য কমিশনের কাছে অতিরিক্ত সময় চেয়েছে।

গণমাধ্যম সূত্রে জানা গেছে, যে ৭টি দল মতামত প্রদান করেছে, তারা হলো–লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), খেলাফত মজলিস, জমিয়তে ওলামা ইসলাম বাংলাদেশ, জাকের পার্টি, ভাসানী অনুসারী পরিষদ, ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট (এনডিএম) এবং আমজনতার দল। তবে, আওয়ামী লীগ-বিরোধী বৃহৎ দলগুলোর মধ্যে বেশিরভাগই এখনো নীরব রয়েছে। কমিশন জানিয়েছে, তারা বাকি দলগুলোর সঙ্গে পুনরায় যোগাযোগ করছে।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে গঠিত জাতীয় ঐক্যমত্য কমিশনের কার্যক্রম গত ১৫ ফেব্রুয়ারি শুরু হয়। এর আগে, গত বছরের অক্টোবরে ৬টি সংস্কার কমিশন গঠন করা হয়েছিল। এগুলো হলো–সংবিধান সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশন, পুলিশ সংস্কার কমিশন, দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন এবং বিচার বিভাগ সংস্কার কমিশন। চলতি বছরের ফেব্রুয়ারিতে এই কমিশনগুলো তাদের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করে।

পুলিশ সংস্কার কমিশন বাদে বাকি পাঁচটি কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশগুলো ছক আকারে তৈরি করে ৩৭টি রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে বেশিরভাগ দল সাড়া দেয়নি। কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “আমরা রাজনৈতিক দলগুলোর মতামতের অপেক্ষায় আছি। যেসব দল সময় চেয়েছে, তাদের অনুরোধ বিবেচনা করা হবে।”

প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ অগাস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে। এই সরকার দেশের বিভিন্ন খাতে সংস্কারের লক্ষ্যে কমিশনগুলো গঠন করেছিল। তবে, রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য গড়ে তোলার এই প্রক্রিয়ায় এখনো বড় চ্যালেঞ্জ রয়ে গেছে।