Wednesday 22 January, 2025

সীমান্ত এলাকায় হামলার ঘটনা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে বলল বিএসএফ

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: 22:35, 18 January 2025

সীমান্ত এলাকায় হামলার ঘটনা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে বলল বিএসএফ

সীমান্ত এলাকায় হামলার ঘটনা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে বলল বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ সীমান্ত এলাকায় অনুপ্রবেশ করে বিএসএফ ও ভারতীয়রা বাংলাদেশিদের আমগাছের ডাল কেটে নেওয়ার চেষ্টা করে। বিজিবি স্থানীয়দের সহায়তায় তাদের এই কার্যক্রম প্রতিহত করে। এই সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন। এলাকাবাসী আহতদের মধ্যে দুজনের নাম নিশ্চিত করেছে।

আহতরা হলেন শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের ঝাইটন আলীর ছেলে আসমাউল (১৮) এবং একই এলাকার বাবু (২৬)। শনিবার (১৮ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার বিনোদপুর ইউনিয়নের কিরণগঞ্জ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবি জানিয়েছে, বিজিবির তাৎক্ষণিক পদক্ষেপে ভারতীয়রা পিছু হটে এবং বিকেল ৪টার দিকে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে গাছ কাটার বিষয়টিকে কেন্দ্র করে ঘটা ঘটনায় ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে বলেছে বিএসএফ।

স্থানীয়রা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে হঠাৎ করে বিএসএফ ও শতাধিক ভারতীয় মিলে ভারতীয় সীমান্ত এলাকায় অনুপ্রবেশ করে এবং বাংলাদেশ প্রান্তের ১২ থেকে ১৫টি আমগাছ কেটে ফেলে। পরে বিজিবির টহলদল মাইকিং করে স্থানীয়দের সহযোগিতার আহ্বান জানায়।

এ সময় স্থানীয়রা বিজিবিকে সহযোগিতা করতে সীমান্ত এলাকায় ছুটে আসে। দুই পাশে উত্তেজনা দেখা দেয়।

বিএসএফ সদস্যরা ৪টি সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে। স্থানীয় ভারতীয়রা পাথর ছুড়ে মারে। এতে বেশ কয়েকজন বাংলাদেশি আহত হয়েছেন। পরে ভারতীয়রা কাটা গাছ ও ডালপালা ফেলে পালিয়ে যায়। বিনোদপুর ইউনিয়নের বাসিন্দা হাবিবুর রহমান বলেন, ‘দুপুর সাড়ে ১২টার দিকে বিজিবির সহযোগিতার মাইকিং শুনে বিজিবিকে সহযোগিতা করতে এগিয়ে আসি।

এ সময় বিএসএফ ও ভারতীয় নাগরিকরা সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল, ককটেল ও পাথর নিক্ষেপ করে। এ ছাড়া ভারতীয়রা জয় শ্রীরাম স্লোগান দেয় এবং বাংলাদেশের নাগরিকরা নারায়ে তাকবির, আল্লাহু আকবার স্লোগান দেয়। পরে আমাদের পাল্টা ধাওয়ায় তারা কাটা গাছ ফেলে পালিয়ে যায়।