Wednesday 15 January, 2025

বাড়ির দেয়ালে লেখা ‘ সমন্বয়ক মৃত্যুর জন্য প্রস্তুত হ’

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: 22:47, 13 January 2025

বাড়ির দেয়ালে লেখা ‘ সমন্বয়ক মৃত্যুর জন্য প্রস্তুত হ’

বাড়ির দেয়ালে লেখা ‘ সমন্বয়ক মৃত্যুর জন্য প্রস্তুত হ’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী চারঘাট উপজেলার সংগঠক ফা-আরদ্বীন রহমানের বাড়ির দেয়ালে ‘সমন্বয়ক, মৃত্যুর জন্য প্রস্তুত হ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখাকে কেন্দ্র করে আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিষয়টিকে হত্যার হুমকি বলে মনে করছেন ফা-আরদ্বীন। এ ঘটনায় তিনি থানায় অভিযোগ করেছেন।

ফা-আরদ্বীনের বাড়ি রাজশাহীর সরদহ ইউনিয়নের পশ্চিম বালিয়াডাঙা গ্রামে। তার বাবার নাম বজলুর রহমান। ফা-আরদ্বীন সিটি পলিটেকনিক অ্যান্ড টেক্সটাইল ইনস্টিটিউটের ইলেকট্রিক্যাল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

ফা-আরদ্বীনের দাবি, তিনি শেখ হাসিনার সরকারকে ‘স্বৈরাচার’ তকমা দিয়ে ফেসবুকে সোচ্চার ছিলেন। তাই জেলে থাকা অবস্থায় ২১ জুলাই রাতে কারাগারের টর্চার সেলে শারীরিক নির্যাতনের শিকার হন তিনি। এখনও তিনি ঠিকমতো হাঁটতে পারেন না। এ অবস্থায় বাড়ির দেয়ালে মৃত্যুর হুমকি পাওয়ায় তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় রয়েছেন।

ফা-আরদ্বীন রহমান বলেন, ‘‘রবিবার রাত ১০টার দিকে বাবার সঙ্গে বাজার থেকে বাসায় ফিরি। এ সময় দেয়ালে লেখাটি দেখতে পাই। বিকালেও লেখাটি ছিল না। অধিকাংশ সময় বাবা-মা বাড়িতে একা থাকেন। তাদের নিরাপত্তার কথা হবে আতঙ্কিত হচ্ছি। থানায় অভিযোগ করেছি। চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফজাল হোসেন বলেন, ‘‘লিখিত অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনায় জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে কাজ চলছে।