ঢাকা-কলকাতার বইমেলা
বিভ্রান্ত বাঙ্গালীকে ফিরিয়ে আনতেই জন্ম নিলো ‘বই মেলা’র। এ সময়ে মানুষ বই পড়তে/কিনতে চায়না। পকেটমার ধনীরা তো একেবারেরই নয়। কথা সাহিত্যিক সরদার জয়েনউদদীন ও মুক্তধারার চিত্ত্ব’দা ভেবেছিলেন বইমেলার মাধ্যমে পাঠকদের ফিরিয়ে আনা সম্ভব। তাঁরা ”নিজের খেয়ে বনের মোষ তাড়াতে” নেমেছিলেন।