Monday 31 March, 2025

মেকআপের ব্যাকরণ

প্রকাশিত: 09:57, 27 October 2019

আপডেট: 14:17, 21 January 2023

মেকআপের ব্যাকরণ

ক্লিনজার: ক্লিনজার ত্বকে জমে থাকা অতিরিক্ত তেল, ময়লা, মৃত কোষ এবং অন্যান্য দূষণকারী পদার্থ পরিষ্কার করে। মেকআপ শুরুর আগে এবং পরে অর্থাত মেকআপ তোলার জন্য কেনজার ব্যবহার জরুরি। ব্রন বা এ্যাকনে কমাতে সাহায্য করে কেনজার। দিনে অন্তত দুবার কেনজার দিয়ে মুখ পরিষ্কার করা উচিত। টোনার: কেনজারে তৈলাক্ত ভাব দূর করে। মুখে যেকোনো কসমেটিক ব্যবহারের আগে টোনার ব্যবহার করা আবশ্যক। কটন প্যাডে ৪-৫ ফোঁটা টোনার ঢেলে হাল্কা হাতে মুখ এবং গলা পরিষ্কার করে নিতে হবে। টোনার সবসময় মুখের নিচ থেকে উপরের দিকে (আপ ওয়ার্ড স্ট্রোক) লাগাতে হবে। খুব শুষ্ক ত্বকে টোনার ব্যবহার না করাই ভালো। ময়েশ্চারাইজার: ত্বক আর্দ্র রাখে ময়েশ্চারাইজার। মুখের রুক্ষভাবকে কাটাতেও জুড়ি নেই ময়েশ্চারাইজারের। তৈলাক্ত ত্বকে অয়েল-ফ্রি ময়েশ্চারাইজার ব্যবহার করুন। ফাউন্ডেশন: ফাউন্ডেশনই মেকআপের ভিত্তি। মুখের কোনো অংশ হাইলাইট করার জন্য লাইট শেড ব্যবহার করুন। মুখের দুর্বলতা ঢাকতে গাঢ় শেড। ফাউন্ডেশন লাগাবার পর মুখ ও গলার ত্বকে ব্লেড করে দেওয়া খুব জরুরি। লিকুইড, ক্রিম বেসড এবং পাউডার ফাউন্ডেশনের মধ্যে লিকুইড, ফাউন্ডেশনে ত্বকে ন্যাচারাল লুক আনে। লিপলাইনার: লিপলাইনার লাগাতে পারেন আপনার ন্যাচারাল লিপলাইন ঘেঁষে। ঠোঁটের আকৃতির ওপর নির্ভর করবে ঠিক কীভাবে আপনার ঠোঁট আউটলাইন করবেন। বেশি গাঢ় করে লিপলাইন না করাই ভালো। কারণ এতে ঠোঁটের আকৃতি অস্বাভাবিক লাগে। লিপস্টিক: লিপস্টিকের রং যতটা সম্ভব আপনার ঠোঁটের ন্যাচারাল কালারের কাছাকাছি হয়, ততই ভালো। অফিসে বা সকালে কোথাও যাওয়ার জন্য ম্যাট ফিনিশ এবং সন্ধ্যাবেলার জন্য গ্লসি বা স্যাটিন ফিনিশ আদর্শ। লিপস্টিক লাগানো শুরু করুন ঠোঁটের মাঝখান থেকে। ধীরে ধীরে লিপ ব্রাশের সাহায্য ছড়িয়ে দিন দুধারে। লিপস্টিক লাগানো শেষ হলে টিস্যু পেপার খানিকক্ষণ ঠোঁটে চেপে রাখুন। এক্সট্রা লিপকালার অ্যাবজর্ভড হয়ে যাবে। যদি আই মেকআপ খুব হেভি হয়, তা হলে ঠোঁটে ন্যাচারাল লুক রাখলে মেক-আপ ব্যালান্স দেখাবে। আই লাইনার ও কাজল: আইশ্যাডো লাগানোর পর আইলাইনার ও কাজল লাগানোর পালা। আপনার চোখের রং যদি হাল্কা হয় তাহলে ব্রাউন, নেভি বা চারকোল লাইনার মানাবে। যদি চোখের তারার রং গাঢ় হয়, সে ক্ষেত্রে ব্যবহার করতে পারেন ব্রাউন বা প্লাম শেড। আইলাইনার লাগাবার সময় মাথাটা একটু পিছন দিকে হেলিয়ে রাখুন। আর চোখটা যেন আধ বোঁজা থাকে। স্মোকি আইজ চাইলে ব্রাশের সাহায্যে আইলাইনারটা সামান্য ঘষে নিন।