
এক রঙা কাজল কালো চোখের আবেদন আগের মতো থাকলেও এর পাশাপাশি এসেছে বেশ কিছু অন্য রকম পণ্য। সেগুলোর অন্যতম হলো আই শ্যাডো। যা ব্যবহার করা হয় চোখের উপরের অংশে। হালকা থেকে গাঢ়, এমন হাজারো রং দিয়ে রাঙিয়ে নেওয়া যেতে পারে চোখের উপরের অংশ। পোশাকের সঙ্গে রং মিলিয়ে যেমন বেছে নিতে পারেন চোখের জন্য রং, আবার বিপরীত রঙও হতে পারে আপনার সাজের অংশ। অনেকে শুধু কালো রং দিয়ে চোখ সাজাতে পছন্দ করেন, এমন যদি হয় আপনার ইচ্ছাও, তাহলে তার সঙ্গে একটু ছাই রং যোগ করে নিন। দেখবেন সৌন্দর্য বেড়ে গেছে অনেকটাই। চোখ সাজাতে পারেন ধাতু রং, অর্থাত মেটালিক রং দিয়েও। এতে জমকালো লাগবে দেখতে। হালকা রং পোশাকের সাথে দীপ্তি ছড়াবে এই রঙগুলো। তবে নিত্যদিনের প্রয়োজনে নয়, এমন ধরনের রং ব্যবহার করুন রাতের দাওয়াত কিংবা ঘুরতে যাওয়ার ক্ষেত্রে। অনেকের মাঝে তখন আপনি হয়ে উঠবেন অনন্যা।