Monday 21 April, 2025

যুক্তরাষ্ট্রে পৃথক বিমান দুর্ঘটনায় নিহত ৭

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: 21:35, 20 April 2025

যুক্তরাষ্ট্রে পৃথক বিমান দুর্ঘটনায় নিহত ৭

যুক্তরাষ্ট্রে পৃথক বিমান দুর্ঘটনায় নিহত ৭

যুক্তরাষ্ট্রের ইলিনয় ও নেব্রাস্কা রাজ্যে পৃথক দুটি বিমান দুর্ঘটনায় ৭ আরোহী নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার সকালে ইলিনয়ের মধ্যাঞ্চলে একটি ছোট বিমান বিদ্যুৎ লাইনের সঙ্গে ধাক্কা খেয়ে বিধ্বস্ত হয়ে চারজন নিহত হয়েছেন। এর আগে শুক্রবার রাতে নেব্রাস্কা ফ্রেমন্টের দক্ষিণে প্লেট নদীর ধারে ভ্রমণ করার সময় ছোট একটি বিমান বিধ্বস্ত হয়ে তিনজনের মৃত্যু হয়।

ইলিনয় রাজ্য পুলিশ এবং কোলস কাউন্টি শেরিফের অফিসের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সকাল ১০টা ১৫ মিনিটে ইলিনয়ের ট্রিলার কাউন্টি লাইন রোডে দুর্ঘটনাটি ঘটে।

শিকাগো থেকে প্রায় ২০০ মাইল দক্ষিণে ট্রিলা অবস্থিত।
জাতীয় পরিবহন সুরক্ষা বোর্ড জানিয়েছে, একটি সেসনা ১৮০ একক ইঞ্জিনের বিমান বিদ্যুৎ লাইনের সঙ্গে ধাক্কা খেয়ে একটি মাঠে বিধ্বস্ত হয়। এতে বিমানটিতে থাকা দুই পুরুষ এবং দুই নারী দুর্ঘটনায় নিহত হয়েছেন। কর্তৃপক্ষ তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য কাজ করছে, তবে তাদের নাম প্রকাশ করা হয়নি।

অপরদিকে নেব্রাস্কার ঘটনায় শনিবার এক বিবৃতিতে ডজ কাউন্টি শেরিফ অফিস জানিয়েছে, ফ্রেমন্টের দক্ষিণে প্লেট নদীর ধারে ভ্রমণ করার সময় ছোট বিমানটি নদীতে বিধ্বস্ত হয়। বিমান থেকে তিন আরোহীর মরদেহ উদ্ধার করা হয়েছে। 

নিহতরা হলেন- কানসাসের মাউন্ড্রিজের বাসিন্দা ড্যানিয়েল উইলিয়ামস (৪৩); ফ্রেমন্ট নেব্রাস্কার বাসিন্দা জেফ বিটিঙ্গার (৫০) এবং ফ্রেমন্টের বাসিন্দা র‍্যান্ডি আমরেইন (৪৮)।এতে আরো বলা হয়েছে, মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এবং জাতীয় পরিবহন সুরক্ষা বোর্ড ঘটনাটির তদন্ত করবে।