Sunday 20 April, 2025

যুক্তরাষ্ট্র থেকে ৫ বাংলাদেশী অবৈধ অভিবাসীকে ফেরত পাঠানো হলো

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: 22:08, 19 April 2025

যুক্তরাষ্ট্র থেকে ৫ বাংলাদেশী অবৈধ অভিবাসীকে ফেরত পাঠানো হলো

যুক্তরাষ্ট্র থেকে ৫ বাংলাদেশী অবৈধ অভিবাসীকে ফেরত পাঠানো হলো

মার্কিন প্রশাসনের অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানো কার্যক্রমের আওতায় প্রথমবারের মতো ৫ জন বাংলাদেশী নাগরিককে দেশে ফেরত পাঠানো হয়েছে। আজ শনিবার দুপুর ১২০০ ঘটিকায় একটি বিশেষ ফ্লাইট (ফ্লাইট নং GRP26) যোগে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

ফেরত পাঠানো ব্যক্তিরা হলেন এসএম বাহাউদ্দিন, মো. রায়হান, মো. শামীম, মো. নজরুল ইসলাম এবং আয়েশা সিদ্দিকা জুনাকি। মার্কিন যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থানের কারণে তাদের এই কর্মসূচির আওতায় দেশে ফেরত পাঠানো হয়।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, ফেরত আসা এই নাগরিকদের প্রয়োজনীয় কাগজপত্র যাচাই ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এই ঘটনা বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে অভিবাসন সংক্রান্ত সহযোগিতার একটি নতুন অধ্যায়ের সূচনা বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, মার্কিন প্রশাসন অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর নীতি গ্রহণ করেছে এবং এর অংশ হিসেবে বিভিন্ন দেশের নাগরিকদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর কার্যক্রম জোরদার করেছে।

এই পর্যন্ত কতোজন বাংলাদেশি অবৈধ অভিবাসী আছে যুক্তরাষ্ট্রে বা কতোজন ধরা পড়েছে, সেই সংক্রান্ত কোন তথ্য সরকারের পররাষ্ট্র মন্ত্রনালয়ের কাছে নেই।

২০২৪ সালের নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনের সময় রিপাবলিকান দলের প্রার্থী ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন— ক্ষমতায় গেলে যুক্তরাষ্ট্রকে অবৈধ অভিবাসীমুক্ত করবেন। নির্বাচনে জয়ী হওয়ার পর সাংবিধানিক বিধি মেনে গত ২০ জানুয়ারি শপথ গ্রহণ করেন ট্রাম্প এবং সে দিন বেশ কয়েকটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন তিনি। সেসবের মধ্যে ‘আগ্রাসনের বিরুদ্ধে মার্কিন জনগণকে সুরক্ষা প্রদান’ নামের একটি আদেশও ছিল।
ট্রাম্প সেই আদেশে স্বাক্ষর করার পর থেকে যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে অভিযান।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, যুক্তরাষ্ট্রে বর্তমানে বসবাস করছেন ১ লাখ ৭০ হাজারেরও বেশি নথিবিহীন অভিবাসী। তাদের মধ্যে অন্তত ১ লাখকে ফেরত পাঠানোর লক্ষ্য নিয়েছে ওয়াশিংটন।