Monday 31 March, 2025

সামুদ্রিক যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া ও ইউক্রেন: যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: 23:15, 25 March 2025

সামুদ্রিক যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া ও ইউক্রেন: যুক্তরাষ্ট্র

সামুদ্রিক যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া ও ইউক্রেন: যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা ‘কৃষ্ণ সাগরে নিরাপদ নৌ চলাচল’ নিশ্চিত করতে রাশিয়া ও ইউক্রেনের সাথে সামুদ্রিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তারা জ্বালানিবাহী ট্যাঙ্কারে হামলা বন্ধ করার জন্য ‘ব্যবস্থা’ নেবে। মঙ্গলবার হোয়াইট হাউস রাশিয়া ও ইউক্রেনের সাথে তাদের আলোচনার দুটি বিবরণ প্রকাশ করেছে। 

২৩ থেকে ২৫ মার্চ সৌদি আরবের রাজধানী রিয়াদে রাশিয়া ও ইউক্রেনের কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসেছিলেন মার্কিন কর্মকর্তারা। ওই আলোচনায় রাশিয়া ও ইউক্রেন সামুদ্রিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।

যুক্তরাষ্ট্র বলেছে, “নিরাপদে নৌচলাচল নিশ্চিত করতে, বলপ্রয়োগ বন্ধ করতে এবং কৃষ্ণ সাগরে সামরিক উদ্দেশ্যে বাণিজ্যিক জাহাজের ব্যবহার বন্ধে” সমুদ্রে যুদ্ধবিরতির জন্য একটি চুক্তি কার্যকরভাবে ঘোষণা করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, জ্বালানি অবকাঠামোর ওপর হামলা বন্ধ করার জন্য পূর্ববর্তী চুক্তি ‘বাস্তবায়নের জন্য ব্যবস্থা নিতে’ দুই দেশ সম্মত হয়েছে। ইউক্রেন এবং রাশিয়া ‘একটি টেকসই ও স্থায়ী শান্তি অর্জনের জন্য কাজ চালিয়ে যাবে।’

ইউক্রেনের সঙ্গে আলোচনার ইস্যুতে হোয়াইট হাউস জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র নিশ্চিত করেছে যে তারা ‘যুদ্ধবন্দিদের বিনিময়, বেসামরিক বন্দিদের মুক্তি এবং জোরপূর্বক স্থানান্তরিত ইউক্রেনীয় শিশুদের ফিরিয়ে আনতে সহায়তা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।’

রাশিয়ার সঙ্গে আলোচনার ইস্যুতে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র ‘কৃষি ও সার রপ্তানির জন্য বিশ্ব বাজারে রাশিয়ার প্রবেশাধিকার পুনরুদ্ধার, সামুদ্রিক বীমা খরচ কমানো এবং এই ধরনের লেনদেনের জন্য বন্দর ও অর্থপ্রদান ব্যবস্থায় প্রবেশাধিকার বৃদ্ধিতে’ সহায়তা করবে।